ক্যাপস্টোন কোর্স টিমের সঙ্গে কউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / 121
কক্সবাজার প্রতিনিধি :
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ক্যাপস্টোন কোর্স টিমের সঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ভবনের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার (অব.)।
এসময় তিনি কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কউক কর্তৃক গৃহীত পরিকল্পনা ও চলমান কর্মকান্ড সভায় উপস্থাপন করেন।
এতে সভায় উপস্থিত ছিলেন কোর্স ডিরেক্টর ও ডেলিটোমান প্রধান মেজর জেনারেল মু. রশিদ আমিন, ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল বাবির, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আকতারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এফবিসিসিআই প্রতিনিধিসহ ক্যাপস্টোন কোর্সের ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন। সভা শেষে কউকের পক্ষ থেকে ক্যাপস্টোন কোর্স টিমকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়।





























