নওগাঁর শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত হলেন সেলিম রেজা

  • Update Time : ০৪:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • / 242

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

সেপ্টেম্বর-২০২৩ মাসে নওগাঁর শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে নির্বাচিত হয়েছেন মো: সেলিম রেজা। তিনি রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত)। বর্তমানে রাণীনগর থানার (ভারপ্রাপ্ত) ওসির দায়িত্ব পালন করছেন। গত সেপ্টেম্বর মাসে তদন্ত বিভাগে সেলিম রেজা শ্রেষ্ঠ হন। সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই ঘোষণা করা হয়।

সভা শেষে জেলার পুলিশ লাইনে শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজার হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ।

এমন সন্মাননায় ভূষিত হওয়ায় জেলার পুলিশ প্রধানসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, যে কোন পুরস্কারই একজন মানুষকে শ্রেষ্ঠ কর্মদক্ষতা প্রদর্শনের মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে নিতে পাথেয় হিসাবে কাজ করে। তাই পুলিশি সেবাকে প্রতিটি মানুষের দোরগড়ায় পৌঁছে দিতে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করার নিমিত্তে কাজের শ্রেষ্ঠত্ব হিসেবে প্রতি মাসে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশে কর্মরত সদস্যদের অনুপ্রেরণা প্রদান হিসাবে এই সন্মাননা প্রদান করে আসছি। আমি আশাবাদি এমন পুরস্কার পুলিশ সদস্যদের মাঝে নিপুনভাবে নিজেদের দায়িত্ব সম্পাদন করার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত হলেন সেলিম রেজা

Update Time : ০৪:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

সেপ্টেম্বর-২০২৩ মাসে নওগাঁর শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে নির্বাচিত হয়েছেন মো: সেলিম রেজা। তিনি রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত)। বর্তমানে রাণীনগর থানার (ভারপ্রাপ্ত) ওসির দায়িত্ব পালন করছেন। গত সেপ্টেম্বর মাসে তদন্ত বিভাগে সেলিম রেজা শ্রেষ্ঠ হন। সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই ঘোষণা করা হয়।

সভা শেষে জেলার পুলিশ লাইনে শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজার হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ।

এমন সন্মাননায় ভূষিত হওয়ায় জেলার পুলিশ প্রধানসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, যে কোন পুরস্কারই একজন মানুষকে শ্রেষ্ঠ কর্মদক্ষতা প্রদর্শনের মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে নিতে পাথেয় হিসাবে কাজ করে। তাই পুলিশি সেবাকে প্রতিটি মানুষের দোরগড়ায় পৌঁছে দিতে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করার নিমিত্তে কাজের শ্রেষ্ঠত্ব হিসেবে প্রতি মাসে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশে কর্মরত সদস্যদের অনুপ্রেরণা প্রদান হিসাবে এই সন্মাননা প্রদান করে আসছি। আমি আশাবাদি এমন পুরস্কার পুলিশ সদস্যদের মাঝে নিপুনভাবে নিজেদের দায়িত্ব সম্পাদন করার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে।