বেনাপোল সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ গ্রেফতার-২

  • Update Time : ০৫:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • / 146

প্রতিনিধি, বেনাপোল (যশোর):

যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুটখালী থেকে ১২ টি(১.৪০২ কেজি) স্বর্ণের বার সহ ২(দুই) পাচারকারী লিটন মিয়া(২৮) এবং শাহজাহান মন্ডল (৩২)কে গ্রেফতার করেছে ২১ ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র পুটখালী বিওপি ক্যাম্প সদস্যরা।

বৃহস্পতিবার(১৮ নভেম্বর) দুপুরের দিকে তাদেরকে স্বর্ণসহ গ্রেফতার করা হয়।

২১ ব্যাটেলিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১টার দিকে সীমান্ত পিলার নং ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে (১) মোঃ লিটন মিয়া (২৮), পিতা- মোঃ মোক্তার আলী, গ্রাম- পুটখালী পশ্চিমপাড়া, (২) মোঃ শাহজাহান মন্ডল (৩২), পিতা-মোঃ আলী কদর মন্ডলকে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার (১২০.১৯৮৯ ভরি) এবং ০১ টি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লাখ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)

আসামীদ্বয়কে ১২ টি স্বর্ণের বার এবং মোটর সাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


বেনাপোল সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ গ্রেফতার-২

Update Time : ০৫:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

প্রতিনিধি, বেনাপোল (যশোর):

যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুটখালী থেকে ১২ টি(১.৪০২ কেজি) স্বর্ণের বার সহ ২(দুই) পাচারকারী লিটন মিয়া(২৮) এবং শাহজাহান মন্ডল (৩২)কে গ্রেফতার করেছে ২১ ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র পুটখালী বিওপি ক্যাম্প সদস্যরা।

বৃহস্পতিবার(১৮ নভেম্বর) দুপুরের দিকে তাদেরকে স্বর্ণসহ গ্রেফতার করা হয়।

২১ ব্যাটেলিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১টার দিকে সীমান্ত পিলার নং ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে (১) মোঃ লিটন মিয়া (২৮), পিতা- মোঃ মোক্তার আলী, গ্রাম- পুটখালী পশ্চিমপাড়া, (২) মোঃ শাহজাহান মন্ডল (৩২), পিতা-মোঃ আলী কদর মন্ডলকে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার (১২০.১৯৮৯ ভরি) এবং ০১ টি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লাখ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)

আসামীদ্বয়কে ১২ টি স্বর্ণের বার এবং মোটর সাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।