শার্শা’র বাগআঁচড়া ইউপিকে মডেল রুপে গড়ে তুলবো: বকুল
- Update Time : ১২:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / 173
সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):
ক্ষমতাসীন দল আ.লীগের নৌকা প্রতীক নিয়ে ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে ভোটযুদ্ধে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন ক্ষমতায় থাকা ঐ ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান মোঃ ইলিয়াছ কবির বকুল। এবার ইউপি নির্বাচনে অন্য রাজনৈতিক দলের উপস্থিতি না থাকায় এখন আ.লীগের প্রতিপক্ষ আ.লীগই অর্থাৎ নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী অথবা স্বতন্ত্র প্রার্থী হয়ে অনেকে নৌকার বিপরীতে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন। ফলে, নৌকার জয়ের নিশ্চয়তা পেতে বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ ভাবে মোকাবিলা করতে হচ্ছে।
৮নং বাগআঁচড়া ইউনিয়নে নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ কবির বকুল শনিবার(১৩ নভেম্বর) ঐ ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরী পাড়া,উজ্জল পাড়া,কলোনী পাড়া,চৌধুরী কলোনী পাড়া,গোডাউন পাড়া,পূর্বপাড়া ,নিকিরী পাড়ায়, গণসংযোগ এবং পথসভা শেষে এক প্রশ্নের জবাবে বলেন,
“বিপক্ষে স্বতন্ত্র হিসেবে প্রতাদ্বন্ধিতা করছেন আব্দুল খালেক,তিনি নিজেকে আ.লীগ বলে দাবী করেন,কয়েকদিন আগে ৪নংওয়ার্ডের বামুনিয়া সনাতনকাঠি গ্রামে হামলা চালিয়ে নৌকার সমর্থকদের উপর ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে যে ভাবে আঘাৎ করা হয়েছিল তাতে করে আমার সমর্থকদেরকে গুরুতর অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়,এখনও পর্যন্ত তারা সুস্থ হতে পারেনি, বিএনপি-জামাতের ছত্রছায়ায় থেকে ঐ দিন তিনি যে তান্ডব চালিয়েছিলেন,তা সভ্য মানুষের পক্ষৈ এটা কখনই সম্ভব নয়,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে জানিয়ে দিয়েছেন নৌকার বিপক্ষে যারা কাজ করবেন তারা কখনই নৌকার লোক হতে পারে না,আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে নৈকার জয় সুনিশ্চিত জেনে নির্বাচন বানচাল করতে আব্দুল খালেক ঐ হামলা চালায়।
ইলিয়াছ কবির বকুল গণসংযোগ এবং পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন,আমার পরিবারের চেয়েও ১নং ওয়ার্ডে দিনের বেশির ভাগ সময় আমি অবস্থান করে থাকি আপনাদের সুখ দুঃখে পাশে থেকে আপনাদের সেবা করার জন্য,যতটুকু করেছি বলতে পারেন সেটা আমার সার্থকতা,আর যেটা পারিনি সেটির দায় মাথায় নিয়ে আগামীতে তা সম্পূর্ণ করার চেষ্টা করবো, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ বিগত দিনে আমার ভুল ত্রুটি গুলি ক্ষমার চোখে দেখে ২৮ নভেম্বর আমাকে জয়ী করে নৌকা মার্কার বিজয় পতাকা ঘরে তুলে মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আপনাদের দোর গোড়ায় যাতে পৌছে দিতে পারি সেই সুযোগ এবং দোয়া চাইছি। আগামীতে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদকে মডেল হিসেবে গড়ে তুলবো “ইনশাআল্লাহ”।
এ সকল গণসংযোগে উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া ০১ নং ওয়ার্ডের সভাপতি- মোঃ হাসেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক- মো: আল-আমিন, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি- ওহিদ হাসান বাগআচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক- মেহেদী হাসান অপু প্রমূখ।