বগুড়া থেকে রাজশাহী সরাসরি রেলসেবা চালুর দাবি
- Update Time : ১০:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / 61
আফরিন রহমান সারা:
উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া শহরের রয়েছে নিজস্ব ঐতিহ্য। বিভাগীয় শহর রাজশাহীর সাথে ব্যস্ততম এই শহরের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রতিদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশা ও শ্রেণির প্রায় ১০-১২ হাজার লোকজন বগুড়া থেকে নিয়মিত রাজশাহী যাতায়াত করে। বাংলাদেশের রেলসবা যুক্ত প্রায় সকল জেলা শহর বিভাগীয় জেলার সাথে সরাসরি রেল চলাচলের ব্যবস্থা রয়েছে। অথচ রাজশাহীর সাথে বগুড়া শহরের সরাসরি কোন রেল চলাচলের ব্যবস্থা নেই। ফলে এই ১০-১২ হাজার মানুষের প্রতিনিয়তই যোগাযোগ বিড়ম্বনায় পড়তে হয়।
বগুড়া থেকে সরাসরি রাজশাহী যাতায়াতের জন্য প্রচলিত যোগাযোগ সেবা বাস সেবা। কিন্তু এই বাসে যাতায়াত যেমন ব্যয়বহুল তেমনি যানজটের জন্য মাঝে মধ্যেই সঠিক সময়ে গন্তব্যে পৌছানো সম্ভবপর হয় না। বগুড়া থেকে রাজশাহীর দূরত্ব ১১৬ কিলোমিটার হলেও বাসে যেতে ৪/৫ ঘন্টা সময় লাগে যা যাত্রীদের ভোগান্তিতে ফেলে দেয়। বগুড়া শহরের মিটার গেজ লাইন রয়েছে। এই লাইনে কমপক্ষে সকাল বিকেল বগুড়া টু রাজশাহী এবং রাজশাহী টু বগুড়া দুইটি রেল চলাচলের ব্যবস্থা হলে দুই অঞ্চলের প্রায় ১০-১২ হাজার লোকজনের প্রতিদিনের যাতায়াত বিড়ম্বনা দূর হয়ে চলার গতি সহজ হবে।
এমতাবস্থায় বগুড়া থেকে সরাসরি বিভাগীয় শহর রাজশাহীতে নিয়মিত আন্তঃনগর রেল চলাচল সময়ের দাবি বলে কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।
লেখকঃ শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।