আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল, রুবেল-রাসেল জুটির গান

  • আপডেটের সময়: ১২:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 311

জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেলের কনসেপ্টের উপর ভিত্তি করে তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় প্রকাশিত হয়েছে নতুন গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন শিল্পী নিজেই।

বিস্তারিত জানতে চাইলে এস ডি রুবেল বলেন,” প্রতিভাবান গীতিকার রাসেল ইব্রাহীম আমার চাঁদপুরের সন্তান , গান লিখতে সে মন থেকেই চেষ্টা করে। আর এই গানটি শুনলে শ্রোতারা সেই সোনালী স্টুডেন্ট লাইফের বন্ধুদের মধুর স্মৃতি ফিরে পাবে, শুনে ভালো লাগবে। ”

অপরদিকে গানটির গীতিকার রাসেল ইব্রাহীম বলেন, মেলোডি কিং খ্যাত স্বপ্নের গায়ক এস ডি রুবেল স্যারের কণ্ঠে এটি আমার লেখা সেকেন্ড গান, যা আমার জন্য পরম প্রাপ্তি এবং আনন্দের।

জানা যায় যে, ১৮ ই আগস্ট SD Rubel Foundation নামক ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। মুক্তি পাওয়ার পাওয়ার পর গানটি নেটিজেনদের প্রসংশায় ভাসছে।

উল্লেখ্য যে, রুবেল- রাসেল জুটির প্রথম গান – আমার একটা তুমি ছিল, যা শুনে কবিদের কবি নির্মলেন্দু গুণ সহ অনেকেই প্রসংশা করেছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল, রুবেল-রাসেল জুটির গান

আপডেটের সময়: ১২:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেলের কনসেপ্টের উপর ভিত্তি করে তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় প্রকাশিত হয়েছে নতুন গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন শিল্পী নিজেই।

বিস্তারিত জানতে চাইলে এস ডি রুবেল বলেন,” প্রতিভাবান গীতিকার রাসেল ইব্রাহীম আমার চাঁদপুরের সন্তান , গান লিখতে সে মন থেকেই চেষ্টা করে। আর এই গানটি শুনলে শ্রোতারা সেই সোনালী স্টুডেন্ট লাইফের বন্ধুদের মধুর স্মৃতি ফিরে পাবে, শুনে ভালো লাগবে। ”

অপরদিকে গানটির গীতিকার রাসেল ইব্রাহীম বলেন, মেলোডি কিং খ্যাত স্বপ্নের গায়ক এস ডি রুবেল স্যারের কণ্ঠে এটি আমার লেখা সেকেন্ড গান, যা আমার জন্য পরম প্রাপ্তি এবং আনন্দের।

জানা যায় যে, ১৮ ই আগস্ট SD Rubel Foundation নামক ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। মুক্তি পাওয়ার পাওয়ার পর গানটি নেটিজেনদের প্রসংশায় ভাসছে।

উল্লেখ্য যে, রুবেল- রাসেল জুটির প্রথম গান – আমার একটা তুমি ছিল, যা শুনে কবিদের কবি নির্মলেন্দু গুণ সহ অনেকেই প্রসংশা করেছেন।