এহছানুল হককে জনপ্রশাসনের সিনিয়র সচিব নিয়োগ
- আপডেটের সময়: ১১:২২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 111
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহসানুল হক। তিনি বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিতে নিয়োজিত আছেন।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-এ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদ থেকে মো. এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে নিয়োগ দেয়া হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছিল। দুই বছরের জন্য চুক্তিতে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। গত ২১ সেপ্টেম্বর তাঁকে বদলি করে পাঠানো হয় পরিকল্পনা কমিশনে।
উল্লেখ্য, ১৯৮২ বিসিএস ব্যাচের কর্মকর্তা এহছানুল হক।
ট্যাগ :

























