চাকরি স্থায়ীকরণের দাবিতে পিচ রেইট কর্মচারীদের বিদুৎ ভবন ঘেরাও
- Update Time : ০৩:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / 126
নিজস্ব প্রতিনিধি:
পিচরেইট মিটার রিডারদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে বিদ্যুৎ ভবন ঘেরাও করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচ রেইট কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীরা।
বুধবার(১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বিদুৎ ভবন ঘেরাও কর্মসূচি পালন করে পিচ রেইট কর্মচারী ঐক্য পরিষদ।
পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বরাবর সংগঠনের ৬ সদস্য একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান এবং তাদের দাবি পেশ করেন। চেয়ারম্যান আগামী ১৫ কর্মদিবসের ভিতরে তাদের দাবি বাস্তবায়নে আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশ থেকে আগত হাজারো নেতাকর্মী মানববন্ধন করেন। তাদের দাবি অতি দ্রুত চাকুরী স্থায়ীকরণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পিচরেইট কর্মচারী ঐক পরিষদ কেদ্ৰীয় কমিটির সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি: জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদকঃ জহির উদ্দীন (বাবর), সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম,নোমান হোসেন,আমির হোসেন, সাংগঠনিক সম্পাদকঃ নাজমুল হোসেন, সহ-সাংঠনিক সম্পাদক অজয় ভট্টাচার্য, জাফর মিয়া, প্রচার সম্পাদক সানাউল্লাহ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন, সদস্য মনিরুজ্জামান, দুলাল মিয়া সহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।