বৃষ্টি

  • Update Time : ০২:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / 259

          বৃষ্টি
রেজাউল করিম রোমেল

গুরুম গুরুম মেঘ ডাকছে
ব্যাঙ ডাকছে জলে,
তাই-না দেখে নাচছে খুকি
এই বর্ষাকালে।

ঝর-ঝর-ঝর বৃষ্টি নামে
ঝর-ঝর-ঝর বৃষ্টি,
ঝন-ঝন-ঝন টিনের চালে
সুর ছন্দের সৃষ্টি।

খোকা খুকি মজা করে
এই শব্দ শুনে,
পশু পাখি ঘুমায়নি আজ
ঐ দেখা যায় বনে।

Please Share This Post in Your Social Media


বৃষ্টি

Update Time : ০২:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১

          বৃষ্টি
রেজাউল করিম রোমেল

গুরুম গুরুম মেঘ ডাকছে
ব্যাঙ ডাকছে জলে,
তাই-না দেখে নাচছে খুকি
এই বর্ষাকালে।

ঝর-ঝর-ঝর বৃষ্টি নামে
ঝর-ঝর-ঝর বৃষ্টি,
ঝন-ঝন-ঝন টিনের চালে
সুর ছন্দের সৃষ্টি।

খোকা খুকি মজা করে
এই শব্দ শুনে,
পশু পাখি ঘুমায়নি আজ
ঐ দেখা যায় বনে।