হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

  • Update Time : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • / 163

আন্তর্জাতিক ডেস্ক:

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্যান দিয়াগো উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সী-হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও সেনাদের মৃত্যুর খবর গোপন রাখা হয়।

খবরে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর পাঁচ নৌসেনা আহত ও নিখোঁজ হওয়ার খবর প্রচার করে মার্কিন সামরিক বাহিনী। তিনদিন খোঁজাখুজির পর বৃহস্পতিবার শেষ নাগাদ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এখনো নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পাশাপাশি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণও প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

মিলিটারি ডট কম ম্যাগাজিন জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধজাহাজের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার সময় জানানো হয় যে, হেলিকপ্টারটি বিধ্স্ত হওয়ার পরপরই মাত্র এক সেনাকে উদ্ধার করা হয়, বাকি পাঁচজন নিখোঁজ রয়েছেন। এরপর থেকে এ পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে আর কিছু জানানো হয়নি।

মিলিটারি ডট কমের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর মুখপাত্র হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানাতে অস্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media


হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

Update Time : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্যান দিয়াগো উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ইউএসএ টুডের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সী-হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও সেনাদের মৃত্যুর খবর গোপন রাখা হয়।

খবরে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর পাঁচ নৌসেনা আহত ও নিখোঁজ হওয়ার খবর প্রচার করে মার্কিন সামরিক বাহিনী। তিনদিন খোঁজাখুজির পর বৃহস্পতিবার শেষ নাগাদ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এখনো নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পাশাপাশি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণও প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

মিলিটারি ডট কম ম্যাগাজিন জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধজাহাজের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার সময় জানানো হয় যে, হেলিকপ্টারটি বিধ্স্ত হওয়ার পরপরই মাত্র এক সেনাকে উদ্ধার করা হয়, বাকি পাঁচজন নিখোঁজ রয়েছেন। এরপর থেকে এ পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে আর কিছু জানানো হয়নি।

মিলিটারি ডট কমের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর মুখপাত্র হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানাতে অস্বীকার করেছেন।