আফগানিস্তানে জুমার নামাজে ফের বোমা বিস্ফোরণ, নিহত ৩
- Update Time : ০৭:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / 149
আন্তর্জাতিক ডেস্কঃ
জুমার নামাজ চলাকালে ফের বিস্ফোরণ ঘটেছে আফগানিস্তানের একটি মসজিদে। এবারের ঘটনাস্থল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের স্পিনঘার এলাকার একটি শিয়া মসজিদ।
স্থানীয় সূত্র ও তালেবান নেতা বার্তাসংস্থা এএফপিকে এই বিষয়ে নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা এএফপিকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, নানগারহার প্রদেশের স্পিনঘার জেলায় জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরিত হয়েছে।’
ওই নেতা আরও জানান, বিস্ফোরণে অন্তত ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ১২ জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র মার্কিন বার্তাসংস্থা এপি নিউজকে বলেছেন, নামাজের আগেই মসজিদটিতে বোমা ফিট করেছিল দুষ্কৃতকারীরা।
অটল শিনওয়ারি নামের এক স্থানীয় বাসিন্দা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা।
বোমা বিস্ফোরণের হতাহতের তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন স্পিনঘার প্রদেশের স্থানীয় একটি হাসপাতালের ডাক্তার। তবে এর যথার্থতা এখনও নিশ্চিত করা যায়নি।
আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস খোরাসান বা আইএস-কে ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে।
এর আগে, অক্টোবর মাসে আফগানিস্তানের দুটি শিয়া মসজিদে বোমা হামলা চালিয়েছিল আইএস-কে। সেসব হামলায় মোট মৃতের সংখ্যা ১২০ জনেরও বেশি।
সর্বশেষ নভেম্বরের শুরুর দিকে কাবুলের একটি হাসপাতালে বন্দুক হামলা করেছে আইএস-কে। ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আহত হন ৫০ জনেরও বেশি।