এক বছরে রেকর্ড চীনের দৈনিক কয়লা উত্তোলন
- Update Time : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / 155
আন্তর্জাতিক ডেস্কঃ
দৈনিক কয়লা উত্তোলন চীনে এক বছরের রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গত বুধবার দৈনিক উত্তোলন সর্বোচ্চ ১ কোটি ১২ লাখ টনে পৌঁছে। অক্টোবরের প্রথম দিকের তুলনায় উত্তোলন বেড়েছে ১০ লাখ টন। নানামুখী প্রচেষ্টা অব্যাহত থাকায় উত্তোলন বাড়ছে বলে জানিয়েছেন চীনের নীতিনির্ধারকরা। খবর রয়টার্স।
চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) সম্প্রতি দুই দফায় নয়টি বিবৃতি প্রকাশ করে। এতে সাম্প্রতিক কয়লা উত্তোলন এবং দাম কমিয়ে আনতে দেশটির প্রচেষ্টার তথ্য তুলে ধরা হয়।
এনডিআরসি জানায়, গত বুধবার চীনের বিদ্যুৎকেন্দ্রগুলোয় কয়লার মজুদ ১ কোটি ১২ লাখ টন ছাড়িয়ে যায়। এটি সেপ্টেম্বরের শেষ দিকের তুলনায় ৩ কোটি ২০ লাখ টনেরও বেশি। ঘাটতির তীব্রতা কাটিয়ে মজুদ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে বলা হয়, চীনের দৈনিক কয়লা উত্তোলন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। অদূরভবিষ্যতে এটি ১ কোটি ২০ লাখ টনেরও ওপরে উঠতে পারে।
চায়না এনার্জি গ্রুপ অক্টোবরে সব মিলিয়ে ৫ কোটি ৬ লাখ ৪০ হাজার টন কয়লা উত্তোলন করেছে। গত বছরের তুলনায় উত্তোলন ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে।