কপ২৬ সম্মেলন ব্যর্থ হয়েছে : গ্রেটা থানবার্গ
- Update Time : ০৯:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / 148
আন্তর্জাতিক ডেস্কঃ
স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলমান কপ২৬ জলবায়ু সম্মেলন ‘ব্যর্থ হয়েছে’। এমনটি মনে করছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ।
শুক্রবার ওই শহরে হাজারো স্কুল শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভ মিছিলে যোগ দেন গ্রেটা। মিছিল শেষে জর্জ স্কয়ারে সমবেতদের উদ্দেশে তিনি এ কথা জানান।
সমাবেশে গ্রেটা বলেন, এটা গোপন কিছু নয় যে, কপ২৬ ব্যর্থ হয়েছে। এটা তো সত্য, যেভাবে আমরা এ সংকটে পড়েছি, সেভাবে এর সমাধান সম্ভব নয়। অবিলম্বে বার্ষিক নির্গমন এমন মাত্রায় কমানো প্রয়োজন, যা আগে কখনো হয়নি।
তিনি বলেন, যারা ক্ষমতায় রয়েছেন, তারা ফ্যান্টাসির বুদবুদে নিজেদের রাখতে পারেন। তারা হয়তো মনে করতে পারেন, প্রযুক্তির সমাধানে হয়তো সব সংকট দূর হয়ে যাবে। তারা যখন ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন, তখন পৃথিবী সত্যিকার অর্থে পুড়ছে। যারা ফ্রন্টলাইনে রয়েছেন, তারা বয়ে বেড়াচ্ছেন জলবায়ু সঙ্কটের আঘাত।
বিবিসি জানায়, গ্লাসগোতে শুক্রবার মিছিল ও সমাবেশের আয়োজন করে ফ্রাইডে ফর ফিউচার স্কটল্যান্ড নামে তরুণদের একটি দল, যারা মূলত থানবার্গের অনুসারী। চলমান জলবায়ু সম্মেলনের মধ্যে পরিবেশবাদীদের আয়োজিত অন্যতম বড় বিক্ষোভ সমাবেশ ছিল এটি।