বৈঠক বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী-বাইডেন
- Update Time : ১০:৪৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / 180
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখবেন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শেষে এখন ওয়াশিংটনে মোদি। হোয়াইট হাউসে তাকে স্বাগত জানান বাইডেন দম্পতি।
এরইমধ্যে জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেনের সঙ্গে রাতের খাবার খেয়েছেন মোদি। KSRM
সফরের দ্বিতীয় দিনে আজ ব্যস্ত সময় পার করবেন মোদি। বৈঠক করবেন মাইক্রন সিইও সঞ্জয় মেহত্রাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে।
এছাড়া জো বাইডেনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ, ভূরাজনীতি উঠে আসতে পারে।
পরে দ্বিতীয় বারের মতো মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন মোদি।
Tag :