লোক নাট্যদল স্বর্ণপদক পাচ্ছেন ছয় গুণী শিল্পী
- Update Time : ০১:৪৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / 220
নিজস্ব প্রতিবেদক:
নাটকের সংগঠন লোক নাট্যদল ছয় শিল্পীকে দিচ্ছে ‘লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১’। ৬ জুলাই রাত নয়টায় সংগঠনটির ফেসবুক পেজে চলমান এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১’ সম্মাননা পাচ্ছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো ও কংকন দাস।
লোক নাট্যদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়েছিল ভার্চ্যুয়ালি। অতিথি হিসেবে সেখানে অংশ নেন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও লোক নাট্যদলের উপদেষ্টা নাসরীন আহমাদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির অধিকর্তা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
তিনি বলেন, ‘শিল্প ও শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছ মানুষের সন্ধানে লোক নাট্যদলের পদচারণ। এই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশের নাট্য আন্দোলনে অনন্য ভূমিকা পালনের জন্য ছয় গুণী ব্যক্তিকে লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১-এ মনোনীত করা হয়েছে।
বিশ্বব্যাপী চলমান অতিমারির কারণে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজনদের নাম ঘোষণা করা হয়।পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।’
সম্মাননা পাওয়া গুণীজনদের মধ্যে ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল ও কংকন দাস ভার্চ্যুয়াল আয়োজনে যোগ দেন।
১৯৯১ সাল থেকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। ১৯৮১ সালের ৬ জুলাই যাত্রা শুরু করে লোক নাট্যদল। দলের উদ্যোগে ১৯৯০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোর ও যুবকদের জাতীয় নাট্য সংঘ পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)। লোক নাট্যদলের সর্বাধিক মঞ্চায়িত ও জনপ্রিয় একটি নাটক ‘কঞ্জুস’।