নির্যাতনকারীদের নাম প্রকাশ করে যা বললেন পরীমণি
- Update Time : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / 184
ঢাকাই সিনেমার নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে নির্যাতনও করা হয়েছে। আজ রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন পরীমণি।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও মেয়ে হিসেবে আশ্রয় চেয়েছেন।
এদিকে আজ রোববার রাতে সাংবাদিকদের কাছে নির্যাতনকারীদের নাম পরিচয় প্রকাশ করেছেন পরীমনি। তিনি দুজনের নাম উল্লেখসহ ঘটনার কিছু বিবরণ দেন।
পরীমনি বলেন, ‘তাদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাছির ইউ. মাহমুদ এবং অন্যজন তার কস্টিউম ডিজাইনার জেমীর স্কুল ফ্রেন্ড অমি নামের এক ব্যবসায়ী।’
পরীমনি বলেন, ‘গত বুধবার রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাছির ইউ. মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সেসময় নাছির ইউ. মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন।’
তিনি আরও বলেন, ‘সেখানে নাছির ইউ. মাহমুদ আমাকে মদ খেতে অফার করে। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোরর চেষ্টা করে। একপর্যায়ে আমাকে চড় থাপ্পড় মারে। তারপর এক নির্যাতন ও হত্যাচেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।’
এ বিষয়ে অভিযোগ জানাতে বনানী থানায় গিয়েছিলেন জানিয়ে পরীমনি বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দিতে গিয়েছিলাম। কিন্তু তারা আমার অভিযোগ শুনলেও, লিখিত কোনো কাগজপত্র নেয়নি। থানা থেকে তেমন কোনো সাড়া না পেয়ে চলে আসি।’
আমি শিল্পী সমিতির সঙ্গেও যোগাযোগ করেছি। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তাকে আশ্বস্ত করলেও কোনো ব্যবস্থা নেননি। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।