করোনায় মারা গেছেন অভিনেতা কিশোর নন্দলস্কর

  • Update Time : ০১:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • / 208
বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মূলত মারাঠি ছবির একজন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন কিশোর। এ ছাড়া বলিউডেও ‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’, ‘সিঙ্ঘম’, ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন।

কিশোর নন্দলস্করের মৃত্যুতে শোকাহত বলিউড পাড়া। গভীর শোক প্রকাশ করেছেন তার সহ-অভিনেতা গোবিন্দ। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

কিশোরের নাতি অনীশ ভারতীয় গণমাধ্যমকে জানান, ১৪ এপ্রিল অভিনেতার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে থানের এক করোনা চিকিৎসাকেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে ভর্তি করার আগেও অভিনেতার শ্বাসকষ্ট ছিল এবং কথা বলতে অসুবিধা হচ্ছিল। তার শরীরে অক্সিজেনের মাত্রাও ছিল কম। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মৃত্যু হয় অভিনেতার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media


করোনায় মারা গেছেন অভিনেতা কিশোর নন্দলস্কর

Update Time : ০১:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
বিনোদন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মূলত মারাঠি ছবির একজন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন কিশোর। এ ছাড়া বলিউডেও ‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’, ‘সিঙ্ঘম’, ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন।

কিশোর নন্দলস্করের মৃত্যুতে শোকাহত বলিউড পাড়া। গভীর শোক প্রকাশ করেছেন তার সহ-অভিনেতা গোবিন্দ। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

কিশোরের নাতি অনীশ ভারতীয় গণমাধ্যমকে জানান, ১৪ এপ্রিল অভিনেতার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে থানের এক করোনা চিকিৎসাকেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে ভর্তি করার আগেও অভিনেতার শ্বাসকষ্ট ছিল এবং কথা বলতে অসুবিধা হচ্ছিল। তার শরীরে অক্সিজেনের মাত্রাও ছিল কম। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মৃত্যু হয় অভিনেতার।

সূত্র: আনন্দবাজার পত্রিকা