বগুড়ায় ইফতার সামগ্রী বিতরণ করলেন হিরো আলম
- Update Time : ০২:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / 212
নিজস্ব প্রতিবেদক:
আশরাফুল আলম সাঈদ (যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি।
করোনা ভাইরাসের কারণে দেশের মানুষের জীবন-যাপনের অবস্থা দুর্বিষহ। এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেতা হিরো আলম।
বিনোদন দুনিয়ায় কাজের বাইরে অসহায় মানুষের পাশে বহুবার দাঁড়িয়েছেন তিনি। করোনার এই কঠিন সময়ে আরও একবার অসহায় মানুষের আশার আলো হয়ে দাঁড়ালেন হিরো আলম।
সোমবার (১৯ এপ্রিল) নিজ এলাকা বগুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গতকাল থেকে আজ পর্যন্ত মোট ৩০০ পরিবারকে ইফাতার সামগ্রী বিতরণ করলেন তিনি।
এসবের মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলা, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী।
এ ব্যাপারে হিরো আলম বলেন, খুব বেশি কিছু করতে পারি নাই। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার।
হিরো আলম বলেন, ‘আমরা সবাই নিজেদের মতো করে খাচ্ছি কিন্তু অন্য দিকে খেটে-খাওয়া পরিশ্রমী মানুষরা অসহায় অবস্থায় পড়ে আছে। তাদের কোনো আয় নেই বললেই চলে। তাই বিবেকের টানে আমি আমার সাধ্যের মধ্যে তাদের জন্য এগুলো কিনে বিতরণ করছি। আমার এই সাহায্য হয়তো খুব বেশি মানুষের উপকারে আসেনি। কিন্তু আমি যাদেরকে দিতে পেরেছি তাদের মুখের হাসি ফোটাতে পেরেছি সেটাই নিজের কাছে ভালো লাগছে। ’
তিনি আরও বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।