‘ডন থ্রি’তে দেখা যাবে কৃতি স্যাননকে!

  • Update Time : ১২:২০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 35

‘ডন থ্রি’ সিনেমা নিয়ে দর্শকমহলে অনেক দিন থেকেই বেশ আলোচনা হচ্ছে। এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং। এর পাশাপাশি দর্শক মনে আরেকটা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। রণবীরের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে রণবীরের বিপরীতে কাজ করার কথা ছিল কিয়ারা আডবাণীর। কিন্তু অন্তঃসত্ত্বা কিয়ারা এই চরিত্র থেকে সরে দাঁড়ালে পরে ফের শুরু হয় জল্পনা।

এই চরিত্রে নাকি দেখা যাবে কৃতি স্যাননকে। ফারহানের অফিসের বাইরেও তাকে একবার দেখা গেছে। সেখান থেকে আরও জোরালো হয় গুঞ্জন। এবার সেই রহস্য খানিক উসকে দিলেন কৃতি নিজেই।

পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে কৃতির হাসিই যেন রহস্য আরও বাড়িয়ে দিল। সম্প্রতি মুম্বইয়ে বোন নূপুর স্যাননের সঙ্গে দেখা যায় কৃতিকে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন নায়িকা।

কৃতিকে তারা ‘লেডি ডন’ সম্বোধন করায় লাজুক হাসি দিয়ে চলে যান তিনি। ভরপুর উচ্ছ্বাস ছিল কৃতীর চোখেমুখে। আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে এই হাসির মাধ্যমেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিলেন কৃতি।

Tag :

Please Share This Post in Your Social Media


‘ডন থ্রি’তে দেখা যাবে কৃতি স্যাননকে!

Update Time : ১২:২০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

‘ডন থ্রি’ সিনেমা নিয়ে দর্শকমহলে অনেক দিন থেকেই বেশ আলোচনা হচ্ছে। এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং। এর পাশাপাশি দর্শক মনে আরেকটা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। রণবীরের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে রণবীরের বিপরীতে কাজ করার কথা ছিল কিয়ারা আডবাণীর। কিন্তু অন্তঃসত্ত্বা কিয়ারা এই চরিত্র থেকে সরে দাঁড়ালে পরে ফের শুরু হয় জল্পনা।

এই চরিত্রে নাকি দেখা যাবে কৃতি স্যাননকে। ফারহানের অফিসের বাইরেও তাকে একবার দেখা গেছে। সেখান থেকে আরও জোরালো হয় গুঞ্জন। এবার সেই রহস্য খানিক উসকে দিলেন কৃতি নিজেই।

পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে কৃতির হাসিই যেন রহস্য আরও বাড়িয়ে দিল। সম্প্রতি মুম্বইয়ে বোন নূপুর স্যাননের সঙ্গে দেখা যায় কৃতিকে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন নায়িকা।

কৃতিকে তারা ‘লেডি ডন’ সম্বোধন করায় লাজুক হাসি দিয়ে চলে যান তিনি। ভরপুর উচ্ছ্বাস ছিল কৃতীর চোখেমুখে। আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে এই হাসির মাধ্যমেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিলেন কৃতি।