ঈদে মাছরাঙায় মুশফিক ফারহান অভিনীত ৫ নাটক

  • Update Time : ০২:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 73

বিনোদন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় টিভি অভিনেতা মুশফিক ফারহান থাকছেন ব্যস্ত সময় কাটাতে। এই ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে তার অভিনীত মোট পাঁচটি একক নাটক। বৈচিত্র্যময় গল্প, জনপ্রিয় নির্মাতা ও পরিচিত মুখের সঙ্গে ফারহানের রসায়ন এই নাটকগুলোকে করে তুলেছে ঈদ আয়োজনের বিশেষ আকর্ষণ।

ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে‘লাভ ইন দ্য এয়ার’, যা নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এই নাটকে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান।

ঐ দিন রাত ১০টা ২০ মিনিটে থাকছে আরেকটি নাটক ‘মন মানে না’, পরিচালনায় তৌফিকুল ইসলাম। এতে ফারহানের সঙ্গে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।

ঈদের তৃতীয় দিন রাত ৮টায় প্রচারিত হবে রুবেল আনুশ পরিচালিত‘রূপকথার মতো’, যেখানে ফারহানের সহশিল্পী স্পর্শিয়া।

ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৩০ মিনিটে** প্রচারিত হবে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত আরেকটি নাটক ‘মুড সুইং’, এতে ফারহানের সঙ্গে জুটি বেঁধেছেন সাফা কবির।

আর ঈদের সপ্তম দিন একই সময়ে, অর্থাৎ রাত ১১টা ৩০ মিনিটে দর্শক দেখতে পাবেন মহিদুল মহিম পরিচালিত ‘রূপসী স্টুডিও’ নাটকটি, যেখানে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।

প্রতিটি নাটকেই ফারহান ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের দিক দিয়ে নাটকগুলো দর্শকদের মন জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতারা।

Tag :

Please Share This Post in Your Social Media


ঈদে মাছরাঙায় মুশফিক ফারহান অভিনীত ৫ নাটক

Update Time : ০২:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বিনোদন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় টিভি অভিনেতা মুশফিক ফারহান থাকছেন ব্যস্ত সময় কাটাতে। এই ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে তার অভিনীত মোট পাঁচটি একক নাটক। বৈচিত্র্যময় গল্প, জনপ্রিয় নির্মাতা ও পরিচিত মুখের সঙ্গে ফারহানের রসায়ন এই নাটকগুলোকে করে তুলেছে ঈদ আয়োজনের বিশেষ আকর্ষণ।

ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে‘লাভ ইন দ্য এয়ার’, যা নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এই নাটকে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান।

ঐ দিন রাত ১০টা ২০ মিনিটে থাকছে আরেকটি নাটক ‘মন মানে না’, পরিচালনায় তৌফিকুল ইসলাম। এতে ফারহানের সঙ্গে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।

ঈদের তৃতীয় দিন রাত ৮টায় প্রচারিত হবে রুবেল আনুশ পরিচালিত‘রূপকথার মতো’, যেখানে ফারহানের সহশিল্পী স্পর্শিয়া।

ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৩০ মিনিটে** প্রচারিত হবে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত আরেকটি নাটক ‘মুড সুইং’, এতে ফারহানের সঙ্গে জুটি বেঁধেছেন সাফা কবির।

আর ঈদের সপ্তম দিন একই সময়ে, অর্থাৎ রাত ১১টা ৩০ মিনিটে দর্শক দেখতে পাবেন মহিদুল মহিম পরিচালিত ‘রূপসী স্টুডিও’ নাটকটি, যেখানে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।

প্রতিটি নাটকেই ফারহান ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের দিক দিয়ে নাটকগুলো দর্শকদের মন জয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতারা।