ঢাকা আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে ১২ ইরানি চলচ্চিত্র
- Update Time : ১২:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / 18
ঢাকায় আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) অংশ নেবে ইরানের ১২টি চলচ্চিত্র।
রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হবে ইরানি চলচ্চিত্রগুলো।
এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ইরানের তিনটি চলচ্চিত্র শীর্ষ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে রয়েছে মাহমুদ কালারি পরিচালিত “সামার টাইম”, ঘোরবানালি তাহেরিফারের “প্রজেকশনিস্ট” এবং বেহরুজ সেবাত রসুলের “মেলোডি”। পরেরটি ইরান ও তাজিকিস্তানের যৌথ প্রযোজনা।
বিশ্ব সিনেমা বিভাগে পাঁচটি ইরানী চলচ্চিত্র থাকবে। এর মধ্যে রয়েছে মোহাম্মদ মতিন ওজানির “দিস কন্ট্রোলেবল ক্রাউড”, মনসুর ভোসোগির “ব্যারেন”, আলী তাসদিঘির “মেয়েব সামহোয়্যার এলস”, সৌদাবে বেইজাইয়ের “উইন্টার থ্রেশহোল্ড” এবং “মাহদি আসগারি আজগাদির মারিয়া”।
শিশু চলচ্চিত্র বিভাগে সোহেল মোভাফ্ফ্গের “নওরোজ”, হাদি শরিয়তির “জকি” এবং হোসেন রিগির “মিরো” দেখানো হবে।
ইরান ও নিউজিল্যান্ডের যৌথ প্রযোজনা ও মোহাম্মদ হোসেন সোলেইমানি ফারদের “হ্যালো আনা” আধ্যাত্মিক চলচ্চিত্র বিভাগে অংশ নেবে।
উৎসবে অংশগ্রহণকারী এসব ইরানি চলচ্চিত্র ছাড়াও ডিআইএফএফ-এর জুরি প্যানেলে থাকবেন ইরানের দুই জুরি মাহনাজ তাফাঘি এবং হোদা মোগাদাম মানেশ। সূত্র: তেহরান টাইমস