গোপনে বাগদান সেরেছেন সাইফ আলী খানের ছেলে!
- Update Time : ১১:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / 14
বছর দুয়েক ধরে সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির। এবার গুঞ্জন উঠেছে গোপনে বিয়ে করেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান পলক। একই সময়ে সমুদ্রতট থেকে ছবি দিতে থাকেন ইব্রাহিমও। যদিও কোন সমুদ্রতীরে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। তবে মালদ্বীপে থাকাকালীন বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন ইব্রাহিম। ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসর্টের দৃশ্য।
দুটি ছবিতে দেখা গেছে ক্যামেরার পেছনে তাকিয়ে ইব্রাহিম। তবে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে চিত্রগ্রাহকের ভূমিকায় কে তা অজানা। মন্তব্যের ঘরে অনেকেই জানতে চাইছেন ক্যামেরাম্যানের নাম। আবার অনেকে লিখছেন পলকের নাম।
কেননা ওই একই জায়গা থেকে ছবি দিয়েছেন পলকও। ইব্রাহিমের মতোই পোজে। পলক একটি স্বল্প ভিডিও দেন যেখানে দেখা যাচ্ছে হৃদয়ের আকারে মোমবাতি সাজানো। তার মাঝে দুই চেয়ার। একটিতে পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি।
এতে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটাগরিকেরা। তাদের ধারণা একইসঙ্গে মালদ্বীপে অবকাশ যাপন করছেন পলক-ইব্রাহিম। কেননা অবকাশ যাপনে নব দম্পতিদের পছন্দের তালিকায় মালদ্বীপে।