বিচ্ছেদ হয়ে গেলো সামান্থা-নাগা চৈতন্যের
- Update Time : ১২:৫৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / 176
বিনোদন ডেস্ক:
বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, বিচ্ছেদের পথে হাটছেন জনপ্রিয় দক্ষিণী তারকা দম্পতি সামান্থা আক্কিনেনি এবং নাগা চৈতন্য। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন এ দম্পতি।
যৌথ বিবৃতিতে নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি বলেন, ‘শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, বহু আলোচনা ও চিন্তাভাবনার পরে আমরা স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি।’
তারা আরও জানান, এক দশকেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব, যা ভবিষ্যতেও বহাল থাকবে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, তারা যেন এ যুগলের পাশে থাকেন।
২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটেই নাগা চৈতন্য ও সামান্থার প্রথম পরিচয়। অতঃপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ৪ বছরের সংসার জীবনে অবশেষে ইতি টানলেন।