নানা আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও নবীনবরণ অনুষ্ঠিত

  • Update Time : ১০:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / 76

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি

স্টাফ রিপোর্টার:

রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা পরিষদ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা পরিষদ ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানে সমিতির নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয় এবং নবাগত সহকারী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোটার্স ইউনিটের সাবেক সভাপতি এবং সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম আজাদ, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াছমিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. মোতালিব হোসেন এবং উপদেষ্টা নাজমুল খান সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির উপদেষ্টা ও আজকের প্রতিদিন পত্রিকার নির্বাহী (কন্টেন্ট) জুবায়ের হোসেন, জবি প্রেস ক্লাবের সভাপতি ইকরাম হোসেন, সোকসাসের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক আকবর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক অবন্তীকা সাহা, অর্থ সম্পাদক আবেদ হোসেন, প্রচার সম্পাদক আমিনুর শিকদারসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম আজাদ বলেন, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খবুই আনন্দিত। সাংবাদিকতার জীবনে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালার আয়োজনের কথা বলেন যা সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

নবীন সহকারী সদস্য মেহেদী হাসান বলেন, সাংবাদিক সমিতির সহকারী সদস্যদের জন্য এটি ছিল একটি মিলন মেলার মতো। কারণ এটিই প্রথম প্রোগ্রাম যেখানে তারা সাংবাদিক সমিতির সকল উপদেষ্টা নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যদের একসাথে পেয়েছে। উক্ত অনুষ্ঠানের আলোচকদের আলোচনা ছিল খুবই ফলপ্রসু। সাংবাদিক সমিতির কাজ কি, সাংবাদিক সমিতিতে কেন আসব, সাংবাদিকতার মানদন্ড এসব বিষয়ে সহকারী সদস্যরা খুবই স্পষ্ট ধারণা পেয়েছে বলে মনে করি । এছাড়াও সাংবাদিকতার চ্যালেঞ্জিং বিষয়সমূহ সম্পর্কেও ধারণা পেয়েছি । এই অনুষ্ঠানকে বলা যায় সম্পর্ক উন্নয়ন ও কমিউনিকেশন স্কিলের একটি পাঠ চক্র। সভাপতি ও সাধারণ সম্পাদকের অমায়িকতা ও সিনিয়র সদস্যদের স্নেহপরায়ণ ব্যবহার এই পাঠচক্র কে আরো শানিত করেছে। পরিশেষে এমন একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি কে এমন একটি সুন্দর আয়োজনের জন্য।

এদিকে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম বৃদ্ধি করার লক্ষে উপদেষ্টা পরিষদ ও নবীনবরণ অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটিতে দুইজনের নাম ঘোষণা করেন ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা। উক্ত কমিটিতে প্রতিষ্ঠাকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ লিখন হোসেন কে কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুনঃরায় বহাল করা হয়েছে এবং সাবেক ক্রিয়া সম্পাদক মো: সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে সহ- সাংগঠনিক সম্পাদক পদে বহাল করা হয়।

এতে বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ১৪ থেকে ১৬ সদস্য বিশিষ্ট করা হয়েছে। এই কমিটি সাংবাদিক সমিতির আগামী নির্বাচনের আগ পর্যন্ত কাজ করবে বলা জানানো হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ ও বিশেষ অতিথিরা সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। সেই সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি ইয়াসিন মোল্লা সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media


নানা আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও নবীনবরণ অনুষ্ঠিত

Update Time : ১০:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার:

রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা পরিষদ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা পরিষদ ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানে সমিতির নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয় এবং নবাগত সহকারী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোটার্স ইউনিটের সাবেক সভাপতি এবং সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম আজাদ, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াছমিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. মোতালিব হোসেন এবং উপদেষ্টা নাজমুল খান সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির উপদেষ্টা ও আজকের প্রতিদিন পত্রিকার নির্বাহী (কন্টেন্ট) জুবায়ের হোসেন, জবি প্রেস ক্লাবের সভাপতি ইকরাম হোসেন, সোকসাসের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক আকবর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক অবন্তীকা সাহা, অর্থ সম্পাদক আবেদ হোসেন, প্রচার সম্পাদক আমিনুর শিকদারসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম আজাদ বলেন, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খবুই আনন্দিত। সাংবাদিকতার জীবনে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালার আয়োজনের কথা বলেন যা সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

নবীন সহকারী সদস্য মেহেদী হাসান বলেন, সাংবাদিক সমিতির সহকারী সদস্যদের জন্য এটি ছিল একটি মিলন মেলার মতো। কারণ এটিই প্রথম প্রোগ্রাম যেখানে তারা সাংবাদিক সমিতির সকল উপদেষ্টা নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যদের একসাথে পেয়েছে। উক্ত অনুষ্ঠানের আলোচকদের আলোচনা ছিল খুবই ফলপ্রসু। সাংবাদিক সমিতির কাজ কি, সাংবাদিক সমিতিতে কেন আসব, সাংবাদিকতার মানদন্ড এসব বিষয়ে সহকারী সদস্যরা খুবই স্পষ্ট ধারণা পেয়েছে বলে মনে করি । এছাড়াও সাংবাদিকতার চ্যালেঞ্জিং বিষয়সমূহ সম্পর্কেও ধারণা পেয়েছি । এই অনুষ্ঠানকে বলা যায় সম্পর্ক উন্নয়ন ও কমিউনিকেশন স্কিলের একটি পাঠ চক্র। সভাপতি ও সাধারণ সম্পাদকের অমায়িকতা ও সিনিয়র সদস্যদের স্নেহপরায়ণ ব্যবহার এই পাঠচক্র কে আরো শানিত করেছে। পরিশেষে এমন একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি কে এমন একটি সুন্দর আয়োজনের জন্য।

এদিকে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম বৃদ্ধি করার লক্ষে উপদেষ্টা পরিষদ ও নবীনবরণ অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটিতে দুইজনের নাম ঘোষণা করেন ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা। উক্ত কমিটিতে প্রতিষ্ঠাকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ লিখন হোসেন কে কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুনঃরায় বহাল করা হয়েছে এবং সাবেক ক্রিয়া সম্পাদক মো: সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে সহ- সাংগঠনিক সম্পাদক পদে বহাল করা হয়।

এতে বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ১৪ থেকে ১৬ সদস্য বিশিষ্ট করা হয়েছে। এই কমিটি সাংবাদিক সমিতির আগামী নির্বাচনের আগ পর্যন্ত কাজ করবে বলা জানানো হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ ও বিশেষ অতিথিরা সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। সেই সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি ইয়াসিন মোল্লা সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।