বিসিএস শিক্ষকদের কর্ম বিরতিতে ভোগান্তিতে ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা

  • Update Time : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / 184

নিজস্ব প্রতিনিধি

বিসিএস শিক্ষকদের পদোন্নতিসংক্রান্ত, ছুটি ও ক্যাডার বৈষম্য বিষয়ক বিভিন্ন দাবিতে গত ১০, ১১,১২ অক্টোবর ২০২৩ টানা তিন সর্বাত্মক কর্মবিরতির পালন করে ছিল বিসিএস শিক্ষক কর্মকর্তারা । তারই ধারাবাহিকতায় আবারো আগামী ১৭ ও ১৯ অক্টোবর ২০২৩ সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি । বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয় ১৭এবং ১৯ অক্টোবর, ২০২৩ তারিখে, দেশের সকল সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ, পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ, সব শিক্ষা বোর্ড, NCTB, NAEM। , ব্যানবাইস ইত্যাদি শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সকল বিভাগ ও অধিদপ্তরে কর্মরত সকল কর্মকর্তাগণ কর্মবিরতি পালন করবেন।

শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, ভর্তির ফরম পূরণ, সবই ধরনের পরীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা এবং সমস্ত দাপ্তরিক কার্যক্রম ধর্মঘটের আওতায় থাকবে।

আর বিসিএস শিক্ষকদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ক্লাস-পরীক্ষা না হওয়ায় সেশনজটের অভিযোগ রয়েছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের। আর সাধারণ শিক্ষার্থীরা মনে করে বিসিএস শিক্ষকদের এই আন্দোলনের ফলে সেই সংকট আরো তীব্র আকার ধারণ করবে।

গত ১৮.৯. ২০২৩ ও ১৯.৯.২৩ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাবি অধিভুক্ত সাত কলেজর অনার্স তৃতীয় শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে ১৭অক্টোবর ২০২৩ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে ১৯ অক্টোবর ২০২৩। কিন্তু বিসিএস শিক্ষকদের কর্মবিরতির ফলে যথাসময়ে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বায়ক সুপ্রিয় ভট্টাচার্যের সাথে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্ধারিত সময়ে অনার্স (১৯-২০) তৃতীয় এবং (১৮-১৯) চতুর্থ বর্ষের পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মবিরতির জন্য পরীক্ষা স্থগিত করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত দুই একদিনের ভিতরে জানানো হবে।

উল্লেখ্য, বিসিএস শিক্ষকদের গত ১২ অক্টোবরের কর্মবিরতির ফলে ঢাবি অধিভুক্ত সাত কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটি কোর্সের পরীক্ষা ২ মাস পিছিয়ে ১১.১২.২৩ তারিখে নেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


বিসিএস শিক্ষকদের কর্ম বিরতিতে ভোগান্তিতে ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা

Update Time : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিনিধি

বিসিএস শিক্ষকদের পদোন্নতিসংক্রান্ত, ছুটি ও ক্যাডার বৈষম্য বিষয়ক বিভিন্ন দাবিতে গত ১০, ১১,১২ অক্টোবর ২০২৩ টানা তিন সর্বাত্মক কর্মবিরতির পালন করে ছিল বিসিএস শিক্ষক কর্মকর্তারা । তারই ধারাবাহিকতায় আবারো আগামী ১৭ ও ১৯ অক্টোবর ২০২৩ সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি । বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয় ১৭এবং ১৯ অক্টোবর, ২০২৩ তারিখে, দেশের সকল সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ, পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ, সব শিক্ষা বোর্ড, NCTB, NAEM। , ব্যানবাইস ইত্যাদি শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সকল বিভাগ ও অধিদপ্তরে কর্মরত সকল কর্মকর্তাগণ কর্মবিরতি পালন করবেন।

শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, ভর্তির ফরম পূরণ, সবই ধরনের পরীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা এবং সমস্ত দাপ্তরিক কার্যক্রম ধর্মঘটের আওতায় থাকবে।

আর বিসিএস শিক্ষকদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ক্লাস-পরীক্ষা না হওয়ায় সেশনজটের অভিযোগ রয়েছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের। আর সাধারণ শিক্ষার্থীরা মনে করে বিসিএস শিক্ষকদের এই আন্দোলনের ফলে সেই সংকট আরো তীব্র আকার ধারণ করবে।

গত ১৮.৯. ২০২৩ ও ১৯.৯.২৩ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাবি অধিভুক্ত সাত কলেজর অনার্স তৃতীয় শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে ১৭অক্টোবর ২০২৩ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে ১৯ অক্টোবর ২০২৩। কিন্তু বিসিএস শিক্ষকদের কর্মবিরতির ফলে যথাসময়ে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বায়ক সুপ্রিয় ভট্টাচার্যের সাথে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্ধারিত সময়ে অনার্স (১৯-২০) তৃতীয় এবং (১৮-১৯) চতুর্থ বর্ষের পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মবিরতির জন্য পরীক্ষা স্থগিত করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত দুই একদিনের ভিতরে জানানো হবে।

উল্লেখ্য, বিসিএস শিক্ষকদের গত ১২ অক্টোবরের কর্মবিরতির ফলে ঢাবি অধিভুক্ত সাত কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটি কোর্সের পরীক্ষা ২ মাস পিছিয়ে ১১.১২.২৩ তারিখে নেওয়া হয়।