নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধ নিহত
- Update Time : ০৫:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / 54
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মুনছের আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরিশপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। মুনছের আলী হরিশপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
নিহতের নাতি ইমরান হোসেন বলেন, মুনছের দাদা সন্ধ্যার দিকে গ্রামের মসজিদ থেকে বাড়িতে আসেন। এরপর বিদ্যুতের বাল্ব জালানোর জন্য ঘরের বোর্ডে সংযোগ তার লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় তিনি মাটিতে পড়ে যায়। এরপর ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধ নিহতের খবর লোকমুখে শুনেছি।
Tag :