২৩ নভেম্বর ঢাকাস্থ চাঁদপুর ফোরাম এর সেতুবন্ধন সভা
- Update Time : ০৮:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / 135
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ চাঁদপুর ফোরাম এর উদ্দ্যেগে আগামী ২৩ নভেম্বর’২৪ রোজ শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর বিএমএ মিলনায়তনে ঢাকাস্থ চাঁদপুরের সকল শ্রেনী পেশার মানুষ-কে ঐক্যবদ্ধ করতে সেতুবন্ধন সভার আয়োজন করা হয়েছে।
ঢাকাস্থ চাঁদপুর ফোরামের আহবায়ক মানসুর আহমদ সাকী বলেন,ঢাকায় বসবাসকারী চাঁদপুর জেলার নাগরিকদের মধ্যে আদর্শ সমাজ গঠনে একতা, সেতুবন্ধন, সোহার্দ্য, ভ্রাতৃত্ববোধ স্থাপন, সামাজিক সম্প্রীতি ও বাঙালিয়ানা সংস্কৃতির মাধ্যমে অপরাপর সহযোগী হওয়ার মধ্যে দিয়ে একটি টেকসই, মজবুত, ঐক্যবদ্ধ সোসাইটি প্রতিষ্ঠা করা।
তিনি আরো বলেন চাঁদপুরের সামাজি,সাংস্কৃতিক, অবকাঠামো উন্নয়নে ও বেকারত্ব,মাদক দূরীকরণে গঠনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আগামীতে যথাযথ ভুমিকা রাখবে ঢাকাস্থ চাঁদপুর ফোরাম।
তিনি ঢাকাস্থ চাঁদপুর জেলাবাসীর সবাইকে সেতুবন্ধন সভায় অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।চাঁদপুরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন