নওগাঁর রাণীনগরে বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • Update Time : ০৬:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / 108

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে একটি বাগানের ২৪০টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলা সদরের দেলবরের মোড় এলাকায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাগানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক আশরাফ হোসেন খাঁন জানান, উপজেলা সদরের দেলবরের মোড় এলাকায় প্রশিকার ৬৫ শতাংশ নিজস্ব জায়গা রয়েছে। ওই জায়গাতে গত বছরের সেপ্টেম্বর মাসে আমরুপালী, নাকফজলীসহ বিভিন্ন জাতের ২৮৭টি আম গাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে গাছগুলো বেশ বড় হয়েছে। শুক্রবার রাতে কে বা কাহারা শত্রুতা করে ২৪০টি আম গাছ কেটে ফেলেছে।

তিনি আরও জানান, শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা খবর পাই। এরপর বাগানে গিয়ে দেখি দুর্বৃত্তরা গাছগুলো কেটে সাবার করে দিয়েছে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশিকার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর রাণীনগরে বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Update Time : ০৬:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে একটি বাগানের ২৪০টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলা সদরের দেলবরের মোড় এলাকায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাগানে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক আশরাফ হোসেন খাঁন জানান, উপজেলা সদরের দেলবরের মোড় এলাকায় প্রশিকার ৬৫ শতাংশ নিজস্ব জায়গা রয়েছে। ওই জায়গাতে গত বছরের সেপ্টেম্বর মাসে আমরুপালী, নাকফজলীসহ বিভিন্ন জাতের ২৮৭টি আম গাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে গাছগুলো বেশ বড় হয়েছে। শুক্রবার রাতে কে বা কাহারা শত্রুতা করে ২৪০টি আম গাছ কেটে ফেলেছে।

তিনি আরও জানান, শনিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা খবর পাই। এরপর বাগানে গিয়ে দেখি দুর্বৃত্তরা গাছগুলো কেটে সাবার করে দিয়েছে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশিকার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।