চুয়েটে জাতীয় পর্যায়ের রোবোটিক্স ও বিজ্ঞান উৎসব

  • Update Time : ০৬:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / 155

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবোটিক্স ও বিজ্ঞান উৎসব। ২৮ ও ২৯ জুলাই দুই দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আরএমএ)।

আয়োজকদের দাবি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশের অন্যতম বড় এবং প্রবীণ এ সংগঠনটি। আর এ উৎসব হতে যাচ্ছে এ যাবতকালের মধ্যে চট্টগ্রামে আয়োজিত সবচেয়ে বড় রোবোটিক্স ও বিজ্ঞান উৎসব।

তারা জানায়, উৎসবে থাকছে বিভিন্ন পর্যায়ের আটটি প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র ছাত্রীদের জন্য থাকছে- রোবো-সকার, মেজ সলভার এবং রোবো-রেস প্রতিযোগিতা।

এছাড়াও স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রোজেক্ট শো-কেসিং, পদার্থ-রসায়ন-গণিত বিষয়ের উপর বিজ্ঞান ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী রচনা প্রতিযোগিতা এবং ডিজিটাল পোস্টার প্রেজেন্টেশন। এছাড়াও থাকছে সমসাময়িক বিজ্ঞান ও রোবোটিক্স জগতের অগ্রগতির উপর বিভিন্ন সেমিনার।

‘এক্সপেডিশাস ২০২৩’ শীর্ষক এই আয়োজনের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সদ্য অবসরে যাওয়া চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।

এছাড়াও সাংগঠনিক উপদেষ্টা হিসেবে আছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক। অর্থ উপদেষ্টা হিসেবে আছেন চুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউনিপোলার অটোমেশনস টেকনোলজি লিমিটেড। টিভি পার্টনার হিসেবে থাকছে একাত্তর টেলিভিশন, স্ন্যাকস ও হট বেভারেজ পার্টনার হিসেবে ইস্পাহানীসহ আরও বিভিন্ন সেগমেন্টের পার্টনাররা।

এই আয়োজনে সারাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় এবং ৬৫টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে।

রোবো মেকাট্রনিক্স অ্যাাসোসিয়েশনের আশা, এই উৎসবের মাধ্যমে চট্টগ্রামসহ সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স ও বিজ্ঞান চর্চার এক নতুন দিগন্তের সূচনা হবে। শিক্ষার্থীদের রোবোটিক্স ও বিজ্ঞান চর্চায় আরো উদ্বুদ্ধ করতে এই আয়োজনে বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কারসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। এছাড়া অংশগ্রহণকারী সকলের জন্যই থাকছে অনুপ্রেরণামূলক পুরস্কারের ব্যবস্থা।

Tag :

Please Share This Post in Your Social Media


চুয়েটে জাতীয় পর্যায়ের রোবোটিক্স ও বিজ্ঞান উৎসব

Update Time : ০৬:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবোটিক্স ও বিজ্ঞান উৎসব। ২৮ ও ২৯ জুলাই দুই দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আরএমএ)।

আয়োজকদের দাবি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশের অন্যতম বড় এবং প্রবীণ এ সংগঠনটি। আর এ উৎসব হতে যাচ্ছে এ যাবতকালের মধ্যে চট্টগ্রামে আয়োজিত সবচেয়ে বড় রোবোটিক্স ও বিজ্ঞান উৎসব।

তারা জানায়, উৎসবে থাকছে বিভিন্ন পর্যায়ের আটটি প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র ছাত্রীদের জন্য থাকছে- রোবো-সকার, মেজ সলভার এবং রোবো-রেস প্রতিযোগিতা।

এছাড়াও স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রোজেক্ট শো-কেসিং, পদার্থ-রসায়ন-গণিত বিষয়ের উপর বিজ্ঞান ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী রচনা প্রতিযোগিতা এবং ডিজিটাল পোস্টার প্রেজেন্টেশন। এছাড়াও থাকছে সমসাময়িক বিজ্ঞান ও রোবোটিক্স জগতের অগ্রগতির উপর বিভিন্ন সেমিনার।

‘এক্সপেডিশাস ২০২৩’ শীর্ষক এই আয়োজনের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সদ্য অবসরে যাওয়া চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।

এছাড়াও সাংগঠনিক উপদেষ্টা হিসেবে আছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক। অর্থ উপদেষ্টা হিসেবে আছেন চুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউনিপোলার অটোমেশনস টেকনোলজি লিমিটেড। টিভি পার্টনার হিসেবে থাকছে একাত্তর টেলিভিশন, স্ন্যাকস ও হট বেভারেজ পার্টনার হিসেবে ইস্পাহানীসহ আরও বিভিন্ন সেগমেন্টের পার্টনাররা।

এই আয়োজনে সারাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় এবং ৬৫টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে।

রোবো মেকাট্রনিক্স অ্যাাসোসিয়েশনের আশা, এই উৎসবের মাধ্যমে চট্টগ্রামসহ সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে রোবোটিক্স ও বিজ্ঞান চর্চার এক নতুন দিগন্তের সূচনা হবে। শিক্ষার্থীদের রোবোটিক্স ও বিজ্ঞান চর্চায় আরো উদ্বুদ্ধ করতে এই আয়োজনে বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কারসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। এছাড়া অংশগ্রহণকারী সকলের জন্যই থাকছে অনুপ্রেরণামূলক পুরস্কারের ব্যবস্থা।