অগ্রণী ব্যাংকের শক্তিশালী ভিত্তি গড়াই আমাদের লক্ষ্য: আনোয়ারুল ইসলাম
- Update Time : ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 10
অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনোয়ারুল ইসলাম বলেছেন, ব্যাংকটির শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। খেলাপী ঋণ আদায়ের মাধ্যমে শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমানো, আমানত বৃদ্ধি, নতুন ঋণ প্রদান এবং পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যেও ব্যাংকটি কাজ করছে। তিনি আরও বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে অগ্রণী ব্যাংককে একটি শক্তিশালী এবং টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানো হবে।
বুধবার (২৬ নভেম্বর) যশোরের আইটি পার্কে অগ্রণী ব্যাংকের ‘উদ্দীপ্ত যাত্রা-২০২৪’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।
এই সভাটি খুলনা সার্কেলাধীন অগ্রণী ব্যাংকের সকল অঞ্চল প্রধান, করপোরেট শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এটি সিইও’র গৃহীত ৫৮ দিনের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে আয়োজন করা হয়। সভায় ব্যাংকের বিভিন্ন শাখার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং খেলাপী ঋণ আদায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের তথ্য প্রকাশ করা হয়। এই সময়ে প্রায় কোটি টাকা শ্রেণিকৃত ঋণ নগদ আদায় করা হয়।
এসময় অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিপি) আবুল বাশার সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া মহাব্যবস্থাপক (রিকভারী এন্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশন) এ কে এম শামীম রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক নূরুল হুদা। সভায় সার্কেল অধীন ৭টি অঞ্চলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীরা এবং ব্যাংক কর্মচারীরা খেলাপী ঋণ আদায়ের সাফল্য এবং ব্যাংকের অন্যান্য কার্যক্রমে ইতিবাচক অগ্রগতির জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের কথা জানান।
এছাড়া ব্যাংকটি ভবিষ্যতে আরও উন্নত সেবা ও কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে সুদৃঢ় করার জন্য কাজ করছে বলে জানান আনোয়ারুল ইসলাম।