ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হল এস আলমকে
- Update Time : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / 21
বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের (এস আলম) খপ্পর থেকে মুক্ত হলো আরও একটি ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে এস আলমকে সরিয়ে দিয়েছে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
রোববার (১ সেপ্টেম্বর) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানকে। পর্ষদের সদস্য হিসেবে আছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংক পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাগিব আহসান। স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া অভিযোগ আছে। বিদায়ী আওয়ামীলীগ সরকারের প্রশ্রয়ে বাংলাদেশ ব্যাংক ও একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সোস্যাল ইসলামী ব্যাংকসহ একাধিক ব্যাংক দখল করে নিয়েছিল এস আলম গ্রুপ। দেশের নয়টি বাণিজ্যিক ব্যাংকে ছিল এই গ্রুপের একচ্ছত্র আধিপত্য। একেকটি ব্যাংক দখল করার পর নিজের পরিবারের সদস্য ও অনুগত লোকদের পর্ষদে বসিয়েছিল এস আলম গ্রুপ। সাইফুল আলম মাসুদ নিজে ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে।