ফরিদগঞ্জ বাসীকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর ঈদের শুভেচ্ছা
- Update Time : ১২:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / 240
নিজস্ব সংবাদদাতা :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর ও ফরিদগঞ্জ বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
.
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি চাঁদপুর বাসীসহ ফরিদগঞ্জ বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ‘ঈদ মোবারক’।
.
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ-নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন,সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।
.
তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’
.
বীর মুক্তিযোদ্ধা বলেন,বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারনে এবারে পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। করোনার কারনে সারাবিশ্ব এখন প্রায় অচল হয়ে রয়েছে। এবার আমরা ঘরে বসেই ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাইকে নিয়ে ঈদ উদযাপন করবো। করোনার কারনে ঈদের নামাজে আসার সময মাস্ক ব্যবহার করবেন, জায়নামাজ বাসা থেকে সাথে নিয়ে আসবেন এবং নামাজ শেষে কোলাকুলি করবেন না। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবেন। সবাইকে ঈদ মোবারক।
.
১৯৭১ সালের বীর সৈনিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বর্তমান ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদগঞ্জের প্রতিষ্ঠাকালিন সভাপতি ও আওয়ামী যুবলীগ ফরিদগঞ্জ থানা শাখার প্রতিষ্ঠাকালিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
.
এছাড়াও এই মহান নেতা বিআরডিবি, ফরিদগঞ্জ-এর চেয়ারম্যান, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক পৌর ও উপজেলা কমান্ডার, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ-এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান গভর্নিং বডির সদস্য; ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
.
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল খায়ের পাটওয়ারী ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ, পোস্টারিং ও কালোপতাকা উত্তোলণের কারণে গ্রেফতার হয়ে ২২ দিন পুলিশি রিমান্ড শেষে কুমিল্লা সামারী মার্শাল’ ল কোর্টে মিথ্যা রাষ্ট্রদ্রোহী মামলায় ৬ বছর ৬ মাস কারাভোগ কারী।
Tag :
আবুল খায়ের পাটওয়ারী