শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাবিতে সমাবেশ করেছে ছাত্রফ্রন্ট

  • Update Time : ০৭:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • / 167

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি:

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

আগামী রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত না এলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করার ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও বেতন ফি মওকুফের দুই দফা দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে এ ঘোষণা দেন তারা।

ছাত্রফ্রন্ট্রের সভাপতি আল কাদেরি জয় বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ তা ওবায়দুল কাদেরের বক্তব্যে পরিষ্কার হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে যে আন্দোলন হবে সেই আন্দোলনকে সরকার ভয় পায়।

ছাত্রফ্রন্ট্রের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে তাই ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বলেছেন ওবায়দুল কাদের। আসলে তাদের দুর্নীতিগুলো ঢাকতে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বলেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে অরাজকতা তৈরি হবে না, দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে তাদের একটি মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়।

এছাড়া সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোখসানা আফরোজ আশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায়, ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাবিতে সমাবেশ করেছে ছাত্রফ্রন্ট

Update Time : ০৭:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি:

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

আগামী রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত না এলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করার ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও বেতন ফি মওকুফের দুই দফা দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে এ ঘোষণা দেন তারা।

ছাত্রফ্রন্ট্রের সভাপতি আল কাদেরি জয় বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ তা ওবায়দুল কাদেরের বক্তব্যে পরিষ্কার হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে যে আন্দোলন হবে সেই আন্দোলনকে সরকার ভয় পায়।

ছাত্রফ্রন্ট্রের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে তাই ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বলেছেন ওবায়দুল কাদের। আসলে তাদের দুর্নীতিগুলো ঢাকতে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে বলেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে অরাজকতা তৈরি হবে না, দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে তাদের একটি মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়।

এছাড়া সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোখসানা আফরোজ আশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায়, ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।