ল্যাপটপ কিনতে ৬০ হাজার টাকা ঋণ পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- Update Time : ১২:৩৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / 159
মো: শুভ ইসলাম:
চার (৪) বছর মেয়াদে এবং ৭% সরল সুদে ল্যাপটপ-ডেস্কটপ কিনতে সর্বোচ্চ ৬০ হাজার টাকা শিক্ষা সহায়ক প্রযুক্তিগত সুবিধার জন্য “প্রযুক্তি বিকাশে অগ্রণী” ঋণ পাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিস্তারিত জানতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অগ্রণী ব্যাংক লিমিটেড ত্রিশাল শাখায় যোগাযোগ করার জন্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়।
রোববার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ঋণ প্রত্যাশী শিক্ষার্থীদের আবেদন, অগ্রণী ব্যাংক লিমিটেড ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ এবং কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অগ্রণী ব্যাংক লিমিটেড পাবলিক বিশ্বদ্যিালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ল্যাপটপ/ডেস্কটপ কম্পিউটার ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে “প্রযুক্তি বিকাশে অগ্রণী” শিরোনামে ঋণ প্রোডাক্ট চালু করেছে”।