ঢাবির হলসমূহে মানসম্মত ওয়াইফাই সংযোগ প্রদানের প্রক্রিয়া চলমান, লাইব্রেরিতে থাকবে ৩৮টি এক্সেস পয়েন্ট

  • Update Time : ০৫:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / 53

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের উদ্যোগে এবং বিটিসিএল-এর কারিগরি সহায়তায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের কক্ষে মানসম্মত ওয়াইফাই ইন্টারনেট সংযোগ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অমর একুশে হল, কবি জসীম উদ্দীন হল এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের কক্ষে এই ইন্টারনেট সংযোগ প্রদানের কাজ সম্পন্ন হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে সকল আবাসিক হলকে এই ওয়াইফাই ইন্টারনেট সেবার আওতায়
আনা হবে।

বুধবার (২০ নভেম্বর) এ সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কবি জসীম উদ্দীন হল পরিদর্শন করেন এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এসময় শিক্ষার্থীরা সংযোগ সংক্রান্ত কিছু
অভিযোগ করলে কোষাধ্যক্ষ তাৎক্ষণিকভাবে বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেন। বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইন্টারনেট সংযোগ সংক্রান্ত সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের
৩টি ফ্লোরে ৩৮টি ওয়াইফাই এক্সেস পয়েন্ট স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবির হলসমূহে মানসম্মত ওয়াইফাই সংযোগ প্রদানের প্রক্রিয়া চলমান, লাইব্রেরিতে থাকবে ৩৮টি এক্সেস পয়েন্ট

Update Time : ০৫:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের উদ্যোগে এবং বিটিসিএল-এর কারিগরি সহায়তায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের কক্ষে মানসম্মত ওয়াইফাই ইন্টারনেট সংযোগ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অমর একুশে হল, কবি জসীম উদ্দীন হল এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের কক্ষে এই ইন্টারনেট সংযোগ প্রদানের কাজ সম্পন্ন হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে সকল আবাসিক হলকে এই ওয়াইফাই ইন্টারনেট সেবার আওতায়
আনা হবে।

বুধবার (২০ নভেম্বর) এ সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কবি জসীম উদ্দীন হল পরিদর্শন করেন এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এসময় শিক্ষার্থীরা সংযোগ সংক্রান্ত কিছু
অভিযোগ করলে কোষাধ্যক্ষ তাৎক্ষণিকভাবে বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেন। বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইন্টারনেট সংযোগ সংক্রান্ত সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের
৩টি ফ্লোরে ৩৮টি ওয়াইফাই এক্সেস পয়েন্ট স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য এই সেবা উন্মুক্ত করা হবে।