ইবিতে অধ্যাপক আকরামের স্মরণে ভার্চুয়াল শোকসভা ও দোয়া

  • Update Time : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • / 183

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের নেতা ড. মো. আকরাম হোসাইন মজুমদারের মৃত্যুতে ভার্চুয়াল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় ইবি জিয়া পরিষদের আয়োজনে ভার্চুয়াল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস , বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সদস্য প্রফেসর ড.মো: লুৎফর রহমান ও জিয়া পরিষদের মাহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন প্রমুখ।

এছাড়া মরহুমের স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর বড় ভাই মো.আতাউর রহমান, মজুমদার,ও স্ত্রী আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাকসুদা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি, প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন।

অনুষ্বঠানে বক্তারা মরহুম আকরাম হোসাইন মজুমদারের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, মরহুম আকরম হোসেন মজুমদার তাঁর সততা, নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা, সত্যভাষণে অকপটতা, নির্মোহ ও নিরহংকার সহজ সরল জীবনযাপন, রাজনৈতিক আদর্শবাদিতা ইত্যাদি গুণের কারণে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ সর্বমহলে শ্রদ্ধা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমানে দেশে যে অহরহ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং দিনে দিনে আইনের শাসন তিরোহিত হচ্ছে। এ মুহূর্তে এ ধরনের সৎ, যোগ্য, দৃঢ়চেতা আদর্শবাদী আইনের প্রাজ্ঞ অধ্যাপকের বিদায় দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার মূল বিষয় গণতন্ত্র ও বাকস্বাধীনতা আজ সংকোচিত হয়েছে এটি হতাশাব্যঞ্জক।দেশের এই সংকটাপন্ন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বুদ্ধিজীবীদের এগিয়ে আসা উচিত এবং জাতিকে দিকনির্দেশনা দেয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media


ইবিতে অধ্যাপক আকরামের স্মরণে ভার্চুয়াল শোকসভা ও দোয়া

Update Time : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের নেতা ড. মো. আকরাম হোসাইন মজুমদারের মৃত্যুতে ভার্চুয়াল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় ইবি জিয়া পরিষদের আয়োজনে ভার্চুয়াল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস , বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সদস্য প্রফেসর ড.মো: লুৎফর রহমান ও জিয়া পরিষদের মাহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন প্রমুখ।

এছাড়া মরহুমের স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর বড় ভাই মো.আতাউর রহমান, মজুমদার,ও স্ত্রী আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাকসুদা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি, প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন।

অনুষ্বঠানে বক্তারা মরহুম আকরাম হোসাইন মজুমদারের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, মরহুম আকরম হোসেন মজুমদার তাঁর সততা, নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা, সত্যভাষণে অকপটতা, নির্মোহ ও নিরহংকার সহজ সরল জীবনযাপন, রাজনৈতিক আদর্শবাদিতা ইত্যাদি গুণের কারণে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ সর্বমহলে শ্রদ্ধা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বর্তমানে দেশে যে অহরহ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং দিনে দিনে আইনের শাসন তিরোহিত হচ্ছে। এ মুহূর্তে এ ধরনের সৎ, যোগ্য, দৃঢ়চেতা আদর্শবাদী আইনের প্রাজ্ঞ অধ্যাপকের বিদায় দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার মূল বিষয় গণতন্ত্র ও বাকস্বাধীনতা আজ সংকোচিত হয়েছে এটি হতাশাব্যঞ্জক।দেশের এই সংকটাপন্ন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বুদ্ধিজীবীদের এগিয়ে আসা উচিত এবং জাতিকে দিকনির্দেশনা দেয়া প্রয়োজন।