বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাবি শিক্ষার্থী রনি

  • Update Time : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • / 181

আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের লেভেল-২ সেমিস্টার-১ এর মেধাবী শিক্ষার্থী মো. রহিদুল ইসলাম রনি ‘লিওকোমিয়া’ নামক এক জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞানে যা একধরনের ব্লাড ক্যান্সার। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রনি রংপুর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে। তিন ভাই বোনের মধ্যে রনি সবার বড়। মেধাবী শিক্ষার্থী রবিনের রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠী, ও শিক্ষকদের মাঝে নেমেছে শোকের ছায়া।

বর্তমান অবস্থা সম্পর্কে জানতে রনির চাচাতো ভাই রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রথম দিকে রনির জ¦র ছিলো কিছুদিন পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর পর যখন অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল তখন আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। পরীক্ষা নীরিক্ষার পর গত ২৫ জুলাই রনির ব্লাড ক্যান্সার ধরা পরে। এখন তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ঠিকমতো খেতে পারছে না। তার কোন সেন্স কাজ করতেছে না।

তিনি আরও জানান, রনির পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। তার বাড়ি ভিটেও নাই। বর্তমানে তার বড় আব্বুর বাড়িতে থাকে। রনির যথাযথ চিকিৎসার জন্য তাকে ভারত নিয়ে যেতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, এতে প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন।

এদিকে রনিকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন রনির সহপাঠীরা। রনির বন্ধু তয়ন ঝাঁ আবেগ আপ্লুত হয় বলেন, ‘রনি আমাদের ব্যাচের ভদ্র ছেলে গুলোর মধ্যে একজন। সবসময় ও পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসতো। রনির এভাবে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি রনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে, আর এজন্য আপনাদের সবার একটু সহযোগিতা দরকার। সবাইকে যে যার যায়গা থেকে রনির জন্য এগিয়ে আসার আহবান করছি।’

রনিকে সাহায্য করতে চাইলে নিচের নম্বরগুলোতে মোবাইল ব্যাংকিং বিকাশ/রকেট/নগদ এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যাবে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ- ০১৫২১৫২৯৩২৩, ০১৮২৮৯২২২৪৭
রকেট- ০১৩০৬২৮৫৩৬৭, ০১৫২১৫২৯৩২৩
নগদ- ০১৩০৬২৮৫৩৬৭, ০১৫২১৫২৯৩২৩
এক্সিম ব্যাংক- ০৩৮১২১০০৩১৮৬৯৫ (রাজশাহী ব্রাঞ্চ)

Please Share This Post in Your Social Media


বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাবি শিক্ষার্থী রনি

Update Time : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের লেভেল-২ সেমিস্টার-১ এর মেধাবী শিক্ষার্থী মো. রহিদুল ইসলাম রনি ‘লিওকোমিয়া’ নামক এক জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞানে যা একধরনের ব্লাড ক্যান্সার। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রনি রংপুর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে। তিন ভাই বোনের মধ্যে রনি সবার বড়। মেধাবী শিক্ষার্থী রবিনের রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠী, ও শিক্ষকদের মাঝে নেমেছে শোকের ছায়া।

বর্তমান অবস্থা সম্পর্কে জানতে রনির চাচাতো ভাই রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রথম দিকে রনির জ¦র ছিলো কিছুদিন পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর পর যখন অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল তখন আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। পরীক্ষা নীরিক্ষার পর গত ২৫ জুলাই রনির ব্লাড ক্যান্সার ধরা পরে। এখন তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ঠিকমতো খেতে পারছে না। তার কোন সেন্স কাজ করতেছে না।

তিনি আরও জানান, রনির পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। তার বাড়ি ভিটেও নাই। বর্তমানে তার বড় আব্বুর বাড়িতে থাকে। রনির যথাযথ চিকিৎসার জন্য তাকে ভারত নিয়ে যেতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, এতে প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন।

এদিকে রনিকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন রনির সহপাঠীরা। রনির বন্ধু তয়ন ঝাঁ আবেগ আপ্লুত হয় বলেন, ‘রনি আমাদের ব্যাচের ভদ্র ছেলে গুলোর মধ্যে একজন। সবসময় ও পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসতো। রনির এভাবে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি রনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে, আর এজন্য আপনাদের সবার একটু সহযোগিতা দরকার। সবাইকে যে যার যায়গা থেকে রনির জন্য এগিয়ে আসার আহবান করছি।’

রনিকে সাহায্য করতে চাইলে নিচের নম্বরগুলোতে মোবাইল ব্যাংকিং বিকাশ/রকেট/নগদ এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো যাবে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ- ০১৫২১৫২৯৩২৩, ০১৮২৮৯২২২৪৭
রকেট- ০১৩০৬২৮৫৩৬৭, ০১৫২১৫২৯৩২৩
নগদ- ০১৩০৬২৮৫৩৬৭, ০১৫২১৫২৯৩২৩
এক্সিম ব্যাংক- ০৩৮১২১০০৩১৮৬৯৫ (রাজশাহী ব্রাঞ্চ)