ঈদে নজরুলীয়ানদের হাত ধরেই আসছে “সাত দুগুণে চৌদ্দ”

  • Update Time : ১১:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
  • / 235

মো: শুভ ইসলামঃ

এইবারের ঈদুল আজহা উপলক্ষে একদল তরুণ নজরুলীয়ানদের হাত ধরে সাতদিন ব্যাপী দীপ্ত টিভিতে থাকছে “সাত দুগুণে চৌদ্দ” আয়োজন। সাতদিন ব্যাপী আয়োজনে প্রতিদিন দুইটি করে মোট চৌদ্দটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। যা কিনা “সাত দুগুণে চৌদ্দ”।

বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১৪ জন তরুণ যুবাদের কথা।

এবারের ঈদে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন জাককানইবির ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক (অভিনেতা) মনোজ কুমার প্রামাণিক।

মনোজ কুমার অভিনয়ের পাশাপাশি নজরুল
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষতা করছেন । নিজের ডিপার্টমেন্টের ১৪ জন শিক্ষার্থীকে এবারের ঈদে পরিচালকের আসনে অভিষেক করাচ্ছেন তিনি।

এবারের ঈদে ১৪ জন নবীন নির্মাতা ‘সাত দুগুণে চৌদ্দ’ শিরোনামে নিয়ে আসছেন ১৪ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।সবগুলো চলচ্চিত্র প্রযোজনা করছেন আলফা আই ( Alpha-i) এবং বাস্তবায়নে মনপাচিত্র।

ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুটি করে রাত ১১:৩০ ও ১১:৫০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় প্রচারিত হবে। চলচ্চিত্রগুলো ঈদ পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে।কয়েকটাতে মনোজ কুমার নিজেও অভিনয় করেছেন। একেকটার ট্রেলার দেখে মনে হচ্ছে, ভিন্ন ধরনের গল্প বলার প্রয়াস।

নবীনদের নবনির্মিত কাজ গুলো হলো,
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নওমহল” পরিচালনায় এবি মামুন, “জুজু” পরিচালনায় সিজু শাহরিয়ার, “সহজ সুন্দর” পরিচালনায় জিডি মজুমদার, “বিড়াল তপস্যা” পরিচালনায় ইশতিয়াক জিহাদ, “কাউয়া” পরিচালনায় গোলাম মুনতাকিম ফাহিম, “শুক্রবার” পরিচালনায় হুমায়রা স্নিগ্ধা, “ভূগোল+” পরিচালনায় মানব মিত্র, “গ্যাঁড়াকল” পরিচালনায় রাহিল রহমান, “সেমিডেট” পরিচালনায় মুনসিফ উজ জামান মিম, “আনোয়ারা মনোয়ারা” ইকবাল হাসান খান, “দেজাভ্যু” পরিচালনায় শ্রী অভীক চন্দ্র তালুকদার, “মধু চক্র” পরিচালনায় হাসিব আহমেদ, “জসুয়া সূর্যসেন জর্ডান বাসকে” পরিচালনায় আহসাবুল ইয়ামিন রিয়াদ, “ঝিলিক” শফিকুল সাজীব।

Tag :

Please Share This Post in Your Social Media


ঈদে নজরুলীয়ানদের হাত ধরেই আসছে “সাত দুগুণে চৌদ্দ”

Update Time : ১১:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১

মো: শুভ ইসলামঃ

এইবারের ঈদুল আজহা উপলক্ষে একদল তরুণ নজরুলীয়ানদের হাত ধরে সাতদিন ব্যাপী দীপ্ত টিভিতে থাকছে “সাত দুগুণে চৌদ্দ” আয়োজন। সাতদিন ব্যাপী আয়োজনে প্রতিদিন দুইটি করে মোট চৌদ্দটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রচারিত হবে। যা কিনা “সাত দুগুণে চৌদ্দ”।

বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১৪ জন তরুণ যুবাদের কথা।

এবারের ঈদে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন জাককানইবির ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক (অভিনেতা) মনোজ কুমার প্রামাণিক।

মনোজ কুমার অভিনয়ের পাশাপাশি নজরুল
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষতা করছেন । নিজের ডিপার্টমেন্টের ১৪ জন শিক্ষার্থীকে এবারের ঈদে পরিচালকের আসনে অভিষেক করাচ্ছেন তিনি।

এবারের ঈদে ১৪ জন নবীন নির্মাতা ‘সাত দুগুণে চৌদ্দ’ শিরোনামে নিয়ে আসছেন ১৪ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।সবগুলো চলচ্চিত্র প্রযোজনা করছেন আলফা আই ( Alpha-i) এবং বাস্তবায়নে মনপাচিত্র।

ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুটি করে রাত ১১:৩০ ও ১১:৫০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় প্রচারিত হবে। চলচ্চিত্রগুলো ঈদ পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে।কয়েকটাতে মনোজ কুমার নিজেও অভিনয় করেছেন। একেকটার ট্রেলার দেখে মনে হচ্ছে, ভিন্ন ধরনের গল্প বলার প্রয়াস।

নবীনদের নবনির্মিত কাজ গুলো হলো,
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নওমহল” পরিচালনায় এবি মামুন, “জুজু” পরিচালনায় সিজু শাহরিয়ার, “সহজ সুন্দর” পরিচালনায় জিডি মজুমদার, “বিড়াল তপস্যা” পরিচালনায় ইশতিয়াক জিহাদ, “কাউয়া” পরিচালনায় গোলাম মুনতাকিম ফাহিম, “শুক্রবার” পরিচালনায় হুমায়রা স্নিগ্ধা, “ভূগোল+” পরিচালনায় মানব মিত্র, “গ্যাঁড়াকল” পরিচালনায় রাহিল রহমান, “সেমিডেট” পরিচালনায় মুনসিফ উজ জামান মিম, “আনোয়ারা মনোয়ারা” ইকবাল হাসান খান, “দেজাভ্যু” পরিচালনায় শ্রী অভীক চন্দ্র তালুকদার, “মধু চক্র” পরিচালনায় হাসিব আহমেদ, “জসুয়া সূর্যসেন জর্ডান বাসকে” পরিচালনায় আহসাবুল ইয়ামিন রিয়াদ, “ঝিলিক” শফিকুল সাজীব।