আন্তঃ বিশ্ববিদ্যালয় পাব্লিক স্পিকিং কম্পিটিশনের ফলাফল প্রকাশ
- Update Time : ১১:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / 322
মো: শুভ ইসলাম (জাককানইবি):
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাব কর্তৃক আয়োজিত ‘চিল পুরুষ’ প্রেজেন্টস ইন্টার ইউনিভার্সিটি “পাব্লিক স্পিকিং কম্পিটিশন ১.০” এর ফলাফল।
আজ রবিবার (১৮ই জুলাই) সন্ধ্যা ৮ টায় এ কম্পিটেশনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
উক্ত কম্পিটিশনে ৩ জন বিজয়ী হন। প্রথম স্থান অধিকার করেছেন- এ.এস.এম. ফাহিম মোরশেদ (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), প্রথম রানার্স আপ হয়েছেন- কাজী আকলিমা সুলতানা উর্মি।
(আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি) এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন চৌধুরী রাশিক রাফিদ (আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
উক্ত কম্পিটিশনের চূড়ান্ত রাউন্ডের অন্য প্রতিযোগিরা হলেন, আরিফ রাহমান রাতিন, (বি.জি.এম.ই.এ. ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি) ফাহিম আহমেদ, (নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ) হাজেরা সুলতানা, (ইডেন মহিলা কলেজ) রবিউল ইসলাম, (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) রামেল চাকমা, (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ইমরুল চৌধুরী, (ব্রাক ইউনিভার্সিটি) এবং পিংকি ত্রিপুরা, (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।
গত ১৬ই জুলাই, ২০২১ তারিখ সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে রাত ৯:৪০ মিনিট পর্যন্ত গুগল মিটের মাধ্যমে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল।
ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. এ.এইচ. এম. মোস্তাফিজুর রহমান
(উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)।
এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ হিসেবে ছিলেন জনাব মো. বাকীবিল্লাহ (সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফোকলোর বিভাগ, জাককানইবি), কাজী সাইফুর রহমান (প্রভাষক, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ, জাককানইবি), হায়দার আলী খান রনি (এইচ আর অফিসার, আর এস পি এল হেলথ বিডি প্রাইভেট লি.),
বায়েজিদ খান রাজিব ( স্কুল অফ পাব্লিক স্পিকিং, ঢাবি) এবং সারজিল হাসান (ফাউন্ডার, চিল পুরুষ)।
উক্ত কম্পিটিশনের ফাইনাল রাউন্ডের সম্মানিত বিচারকবৃন্দ ছিলেন- এইচবি দয়ারত্নে (দয়া) (প্রধান নির্বাহী, EDI Energy and Engineering Solution private limited. আঞ্চলিক উপদেষ্টা, Toastmasters International Bangladesh),
চন্দন কুমার পাল (সহকারী অধ্যাপক ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) এবং আদনান হোসেন (প্রভাষক- ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ মডারেটর, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি)।
সমগ্র কম্পিটিশনে ৩০ টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাছাই পর্বে শতাধিক পাব্লিক স্পিকিং ভিডিও সাবমিট হয়েছিল।প্রথম রাউন্ডেও তিনজন পাব্লিক স্পিকিং প্রফেশনাল বিচারক হিসেবে ছিলেন।
এই কম্পিটিশনের গিফট পার্টনার হলেন “চিল পুরুষ” ও “আনকোরা” নামক দুটি জনপ্রিয় অনলাইন শপ।
কম্পিটিশনের বিজয়ীরা গিফট, ক্রেস্ট, সার্টিফিকেট সহ সর্বোমোট পাঁচ হাজার টাকার সমমূল্যের পুরস্কার পাবেন।
উক্ত কম্পিটিশনে ২০টিরও অধিক দেশের বিভিন্ন তারুণ্য বান্ধব সংগঠন পার্টনার হিসেবে যুক্ত ছিল।
জাককানইবি মডেল ইউনাইটেড ন্যাশসন ক্লাবের অর্গানাইজিং মেম্বারদের সম্মিলিত প্রচেষ্টায় ও গোছানো তত্ত্বাবধানে অত্যন্ত সুনিপুণ ভাবে সমগ্র কম্পিটিশনটি সুসম্পন্ন হয়।