কুবিতে ৫৭ কোটি টাকার বাজেট

  • Update Time : ০৫:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • / 164

 

সাঈদ হাসান, কুবি:

২০২১-২২ অর্থবছরের জন্য ৫৭ কোটি ১ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেট।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৮০ তম সিন্ডিকেটে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান। পরে আলোচনা শেষে এ বাজেট অনুমোদন দেয় সিন্ডিকেট।

এর আগে গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) ৪৮তম সভায় প্রস্তাবিত বাজেটের সুপারিশ করা হয়।

২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল ৫১ কোটি ৮৩ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থ বছরের যা সামগ্রিকভাবে ১০% বৃদ্ধি পেয়েছে।

২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থ বছরে সেমিনার ও কনফারেন্স খাতে ৬০%, ফিল্ড ওয়ার্ক ও শিক্ষা সফর খাতে ৫০%, গবেষণা খাতে ২৫% বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সম্পূর্ণ নতুনভাবে শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে।

এ বছর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৩৪ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পণ্য ও সেবা সহায়তা বাবদ ১৪ কোটি ৩৫ লাখ, পেনশন ও অবসর সুবিধা বাবদ ২ লক্ষ ১০ হাজার টাকা, গবেষণা অনুদান বাবদ ১ কোটি ৫০ লাখ, অন্যান্য অনুদান বাবদ ৫ লাখ ও মূলধন অনুদান ৬ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব (আবর্তক ও মূলধন) বাজেট বরাদ্দ রাখা হয়েছে। পাসকৃত বাজেটে প্রারম্ভিক স্থিতি হিসেবে ২ কোটি ৭৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে বরাদ্দ পাওয়া যাবে ৪৯ কোটি ৩৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৪ কোটি ৮৫ লাখ টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media


কুবিতে ৫৭ কোটি টাকার বাজেট

Update Time : ০৫:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

 

সাঈদ হাসান, কুবি:

২০২১-২২ অর্থবছরের জন্য ৫৭ কোটি ১ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেট।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৮০ তম সিন্ডিকেটে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান। পরে আলোচনা শেষে এ বাজেট অনুমোদন দেয় সিন্ডিকেট।

এর আগে গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) ৪৮তম সভায় প্রস্তাবিত বাজেটের সুপারিশ করা হয়।

২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল ৫১ কোটি ৮৩ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থ বছরের যা সামগ্রিকভাবে ১০% বৃদ্ধি পেয়েছে।

২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থ বছরে সেমিনার ও কনফারেন্স খাতে ৬০%, ফিল্ড ওয়ার্ক ও শিক্ষা সফর খাতে ৫০%, গবেষণা খাতে ২৫% বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে এবং সম্পূর্ণ নতুনভাবে শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে।

এ বছর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৩৪ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পণ্য ও সেবা সহায়তা বাবদ ১৪ কোটি ৩৫ লাখ, পেনশন ও অবসর সুবিধা বাবদ ২ লক্ষ ১০ হাজার টাকা, গবেষণা অনুদান বাবদ ১ কোটি ৫০ লাখ, অন্যান্য অনুদান বাবদ ৫ লাখ ও মূলধন অনুদান ৬ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব (আবর্তক ও মূলধন) বাজেট বরাদ্দ রাখা হয়েছে। পাসকৃত বাজেটে প্রারম্ভিক স্থিতি হিসেবে ২ কোটি ৭৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে বরাদ্দ পাওয়া যাবে ৪৯ কোটি ৩৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৪ কোটি ৮৫ লাখ টাকা।