নজরুল বিশ্ববিদ্যালয়ে সকল চলমান পরীক্ষা স্থগিত
- Update Time : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / 171
মো: শুভ ইসলাম:
১৩ জুন থেকে শুরু হওয়া সকল চলমান চূড়ান্ত পরীক্ষা স্থগিত করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার ( ২৪ জুন) রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ হুমায়ুন কবীর সা ক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি’তে বলা হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন আংশিক লকডাউন ঘোষণা করায় আগামীকাল ২৫ জুন থেকে আগামী ১জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনার মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হঠাৎ করেই করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন লকডাউনের ঘোষণা দেওয়ায় ২৫ জুন থেকে আগামী ১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।