ইবি শিক্ষক অধ্যাপক ড. ইয়াহইয়ার ইন্তেকাল

  • আপডেটের সময়: ০৬:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 81

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

বার্ধক্যজনিত কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

বিভাগের অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশরাফী বলেন, ‘ড. ইয়াহইয়ার রহমান আমাদের বিভাগের কুষ্টিয়া ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। তিনি চাকরিজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরুদ্দিন মিঝি বলেন, ‘ইয়াহইয়ার স্যার শুধু আমার নয়, বরং অনুষদের ডিনেরও শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয় ও আমাদের অনুষদে তাঁর অবদান অনস্বীকার্য। আমরা বিভাগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন।’

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ইবি শিক্ষক অধ্যাপক ড. ইয়াহইয়ার ইন্তেকাল

আপডেটের সময়: ০৬:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

বার্ধক্যজনিত কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

বিভাগের অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশরাফী বলেন, ‘ড. ইয়াহইয়ার রহমান আমাদের বিভাগের কুষ্টিয়া ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। তিনি চাকরিজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরুদ্দিন মিঝি বলেন, ‘ইয়াহইয়ার স্যার শুধু আমার নয়, বরং অনুষদের ডিনেরও শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয় ও আমাদের অনুষদে তাঁর অবদান অনস্বীকার্য। আমরা বিভাগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন।’

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।