ইবির শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ ছাত্রদল ও ছাত্রশিবিরের

  • আপডেটের সময়: ১০:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 99

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্যর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংগঠন দুটি পৃথক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।

শাখা ছাত্রদলের শোকবার্তায় বলা হয়, দেবতোষ সরকার দীব্য সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শ্বাসকষ্টজনিত জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন। শোকবার্তায় ইবি ছাত্রদল তাঁর আত্মার শান্তি কামনা করে বলেন, আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, তিনি যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। 

অন্যদিকে আত্মার মাগফিরাত জানিয়ে বিবৃতিতে ইবি ছাত্রশিবির বলেন, আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তার অপারেশনের কথা থাকলেও তীব্র পানিশূন্যতা, শ্বাসকষ্টজনিত জটিলতা ও অক্সিজেন শূন্যতার কারণে সকালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। দেবতোষ সরকার দীব্যর মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তারা মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, পূজার ছুটিতে বাড়িতে গিয়ে গত ৩ অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দেবতোষ সরকার দীব্য। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। গত বুধবার (২৯ অক্টোবর) রাতে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হলে আজ বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকালে তীব্র পানিশূন্যতা ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেয়। পরবর্তীতে অক্সিজেন স্বল্পতার কারণে তিনি মৃত্যুবরণ করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ইবির শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ ছাত্রদল ও ছাত্রশিবিরের

আপডেটের সময়: ১০:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবতোষ সরকার দীব্যর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংগঠন দুটি পৃথক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।

শাখা ছাত্রদলের শোকবার্তায় বলা হয়, দেবতোষ সরকার দীব্য সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শ্বাসকষ্টজনিত জটিলতায় তিনি মৃত্যুবরণ করেন। শোকবার্তায় ইবি ছাত্রদল তাঁর আত্মার শান্তি কামনা করে বলেন, আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, তিনি যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। 

অন্যদিকে আত্মার মাগফিরাত জানিয়ে বিবৃতিতে ইবি ছাত্রশিবির বলেন, আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তার অপারেশনের কথা থাকলেও তীব্র পানিশূন্যতা, শ্বাসকষ্টজনিত জটিলতা ও অক্সিজেন শূন্যতার কারণে সকালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। দেবতোষ সরকার দীব্যর মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তারা মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, পূজার ছুটিতে বাড়িতে গিয়ে গত ৩ অক্টোবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দেবতোষ সরকার দীব্য। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। গত বুধবার (২৯ অক্টোবর) রাতে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হলে আজ বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকালে তীব্র পানিশূন্যতা ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেয়। পরবর্তীতে অক্সিজেন স্বল্পতার কারণে তিনি মৃত্যুবরণ করেন।