ডুসামের নবীন বরণ ও স্যুভেনির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 108
ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব মতলব (ডুসাম) এর আয়োজনে নবীন বরণ ও স্যুভেনির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ই অক্টোবর, শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়াম উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ডুসামের সাধারণ সম্পাদক আবু সায়েম ও সুমাইয়া রহমান এর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মোঃ শাকিল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন কামাল, অবসরপ্রাপ্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ভিখারুদ্দৌলা চৌধুরী, যুগ্মসচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ড. মোঃ মফিজুর রহমান, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা। নাছির উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি, ডুসাম। মাহমুদ বিন আমিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ডুসাম। আরো উপস্থিত ছিলেন ডুসামের উপদেষ্টা শাহ আলম, এম এ কাইয়ুম কিরণ, আতিক রহমান, ক্যাপ্টেন আব্দুল হান্নান প্রমুখ।
ডুসামের সভাপতি মো: শাকিল হোসেন তার বক্তব্য বলেন, ডুসাম আলোকিত মতলব গড়ার দীপ্ত প্রত্যয়ে সব কিছু করে যাবে। মতলব আমাদের, এই মাটি আমাদের। মতলব এর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলেন- মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সেমিনার আয়োজন হবে, সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপ এর ব্যবস্থা করা হবে।
নেতৃবৃন্দ বলেন, “ডুসাম প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে নবীনদের বরণ করে নেয়। এছাড়া ডুসাম সবসময়ই ভিন্ন কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই বছর “স্বপ্নফেরি” স্মরণিকা প্রকাশ করা হয়েছে। স্মরণিকায় উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে শিক্ষার্থীদের স্মতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিভিন্ন জনরায় লেখা প্রকাশিত হয়েছে। মতলবের ঐতিহ্যবাহী স্থান, ইতিহাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক গল্প ও ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে।”

তারা আরও বলেন, “এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ মতলবের শিক্ষার্থীদের একটি মিলনমেলায় পরিণত হয়েছে। সাবেকরা স্মৃতি রোমন্থন করেছেন, নবীনরা অভিজ্ঞতা ভাগাভাগি করেছে। ডুসাম সবসময়ই ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে মতলবের শিক্ষার্থীদের ঐক্য, বন্ধন ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। নবীনদের আগমনে সংগঠনটির প্রাণ আরও সজীব হয়েছে। ‘আলোকিত মতলব গড়ার দীপ্ত প্রত্যয়ে’ ডুসাম এগিয়ে যাবে দ্বিগুণ উদ্যমে।”
অনুষ্ঠানে ৪৩ জন নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং উপস্থিত সবার মাঝে প্রকাশিত স্মরণিকা বিতরণ করা হয়।



























