ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরও ৬টি

- Update Time : ০৮:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 66
জাননাহ, বিশেষ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনের( অ্যানেক্স ভবন) সামনে থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ছাত্র হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
সোমবার (১৬ জুন) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ সকাল ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনের পাশে কাঠবাদাম গাছের নিচে অবিস্ফোরিত অবস্থায় ৬টি ককটেল পাওয়া যায়। ককটেলগুলো প্রথমে সিকিউরিটি গার্ড দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিত করেন।
পরবর্তী সময়ে ৯টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এর একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (আইন অনুষদ) ড. এনামুল হক সজিব বলেন, আমাকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে খবরটি জানানো হয়। পরে আমরা গিয়ে দেখতে পাই দুটি ওয়ানটাইম বক্সে ৬টি ককটেল উদ্ধার করা হয়। একটিতে ৪টি অন্য আরেকটি বক্সে ২টি ছিল। পরে আমরা শাহবাগ থানাকে জানাই। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করেছে এগুলো ককটেল ছিল।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের গেটটি ইমার্জেন্সি ; সবসময় খোলা থাকে। এখানে সিসিটিভিও নেই। ফলে রাতে কে বা কারা এগুলো রেখে গেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আজকে থেকে এখানে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, মেডিক্যাল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি এবং আরেকটি স্থানে তিনটি ছিল। ভোরের দিকে হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা নয়।
এদিকে এই ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাহবাগ থেকে পরীবাগের দিকে একটি ঝটিকা মিছিল করেছে বলেও জানান প্রক্টর। এ ঘটনায় একজনকে আটক করার কথাও জানা গেছে।