ঈদের আগেই ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন গঠনের আশ্বাস : অনশন ভাঙলেন ৩ ছাত্রনেতা

  • Update Time : ১০:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 73

জাননাহ, বিশেষ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের আশ্বাসের পর অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রায় ৮০ ঘণ্টা ধরে অনশনরত তিন ছাত্র নেতা।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাবির ডা. মর্তুজা মেডিকেল সেন্টারে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানে।

এদিকে আগামী সোমবারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কমিশন গঠন করে বুধবারের মধ্যে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে অনশনরতদের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি পূরণের আশ্বাস দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজাহার আগেই ডাকসু নির্বাচনের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানান তিনি। তার এই আশ্বাসের ফলে অনশনরত তিন ছাত্র অনশন ভাঙতে রাজি হন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এর আগে তারা অসুস্থ হলে ভিসির বাসভবনের সামনে থেকে ঢাবির শহীদ মুর্তজা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। 

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত ছিলাম, কিন্তু ভিসি স্যারের আশ্বাসে এবং প্রশাসনের দায়িত্বশীল মনোভাব দেখে আপাতত অনশন প্রত্যাহার করেছি। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে আমরা নজর রাখবো। কথার খেলাপ হলে আমরা আবারও রাজপথে ফিরবো।’

জামালুদ্দীন মুহাম্মদ খালিদ বলেন, ‘ভিসি স্যারের পক্ষ থেকে সাম্য হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। পাশাপাশি তিনি ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নিরাপদ, বহিরাগতমুক্ত ক্যাম্পাস গঠনের প্রতিও তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এসব প্রতিশ্রুতির ভিত্তিতেই আমরা অনশন ভেঙেছি।’

এর আগে তিন দফা দাবিতে বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটায় ঢাবির ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। একই দিন সন্ধ্যায় ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহতাব ইসলাম অনশনে বসেন। পরবর্তীতে ২২ মে সন্ধ্যায় তাদের সঙ্গে অনশনে বসেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মো. খালিদ।

এদিকে আগামী সোমবারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কমিশন গঠন করে বুধবারের মধ্যে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।
দুপুরে তারা মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয় এবং  সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন, হলপাড়া প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি, যুগ্ম সদস্য সচিব তানজিনা তানিম হাফসা প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বাগছাস নেতাকর্মীরা ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার’; ‘উই ওয়ান্ট ডাকসু, জাস্টিস ফর সাম্য’; ‘গোলামী না ডাকসু, ডাকসু ডাকসু’; ‘ডাকসুর তফসিল, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো-সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা ও দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করা।

বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের সোমবারের মধ্যে ডাকসুর নির্বাচন কমিশন গঠন এবং বুধবারের মধ্যে তফসিল ঘোষণার আল্টিমেটাম দেন। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা আমরা মেনে নেব না। নির্বাচন বানচালের কোনো চেষ্টাই সফল হবে না। ভিসি-প্রক্টরের উদ্দেশে তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা নির্বাচন হতে পারে। কিন্তু ডাকসু নির্বাচন হতে পারে না। যদি আপনারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচন না দিতে পারেন, তাহলে আপনারা এই আসনের যোগ্য না।’

অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচ সদস্যের একটি প্রতিদিন দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসেন। আসন্ন কোরবানির ঈদের আগেই ডাকসুর রোডম্যাপ ঘোষণা হবে এবং সাম্য হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ঈদের আগেই ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন গঠনের আশ্বাস : অনশন ভাঙলেন ৩ ছাত্রনেতা

Update Time : ১০:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

জাননাহ, বিশেষ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের আশ্বাসের পর অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রায় ৮০ ঘণ্টা ধরে অনশনরত তিন ছাত্র নেতা।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাবির ডা. মর্তুজা মেডিকেল সেন্টারে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানে।

এদিকে আগামী সোমবারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কমিশন গঠন করে বুধবারের মধ্যে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে অনশনরতদের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি পূরণের আশ্বাস দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজাহার আগেই ডাকসু নির্বাচনের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানান তিনি। তার এই আশ্বাসের ফলে অনশনরত তিন ছাত্র অনশন ভাঙতে রাজি হন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এর আগে তারা অসুস্থ হলে ভিসির বাসভবনের সামনে থেকে ঢাবির শহীদ মুর্তজা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। 

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত ছিলাম, কিন্তু ভিসি স্যারের আশ্বাসে এবং প্রশাসনের দায়িত্বশীল মনোভাব দেখে আপাতত অনশন প্রত্যাহার করেছি। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে আমরা নজর রাখবো। কথার খেলাপ হলে আমরা আবারও রাজপথে ফিরবো।’

জামালুদ্দীন মুহাম্মদ খালিদ বলেন, ‘ভিসি স্যারের পক্ষ থেকে সাম্য হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। পাশাপাশি তিনি ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নিরাপদ, বহিরাগতমুক্ত ক্যাম্পাস গঠনের প্রতিও তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এসব প্রতিশ্রুতির ভিত্তিতেই আমরা অনশন ভেঙেছি।’

এর আগে তিন দফা দাবিতে বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটায় ঢাবির ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। একই দিন সন্ধ্যায় ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহতাব ইসলাম অনশনে বসেন। পরবর্তীতে ২২ মে সন্ধ্যায় তাদের সঙ্গে অনশনে বসেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মো. খালিদ।

এদিকে আগামী সোমবারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কমিশন গঠন করে বুধবারের মধ্যে তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।
দুপুরে তারা মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয় এবং  সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন, হলপাড়া প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি, যুগ্ম সদস্য সচিব তানজিনা তানিম হাফসা প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বাগছাস নেতাকর্মীরা ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার’; ‘উই ওয়ান্ট ডাকসু, জাস্টিস ফর সাম্য’; ‘গোলামী না ডাকসু, ডাকসু ডাকসু’; ‘ডাকসুর তফসিল, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো-সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা ও দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করা।

বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের সোমবারের মধ্যে ডাকসুর নির্বাচন কমিশন গঠন এবং বুধবারের মধ্যে তফসিল ঘোষণার আল্টিমেটাম দেন। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা আমরা মেনে নেব না। নির্বাচন বানচালের কোনো চেষ্টাই সফল হবে না। ভিসি-প্রক্টরের উদ্দেশে তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা নির্বাচন হতে পারে। কিন্তু ডাকসু নির্বাচন হতে পারে না। যদি আপনারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচন না দিতে পারেন, তাহলে আপনারা এই আসনের যোগ্য না।’

অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচ সদস্যের একটি প্রতিদিন দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসেন। আসন্ন কোরবানির ঈদের আগেই ডাকসুর রোডম্যাপ ঘোষণা হবে এবং সাম্য হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করেন।