জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

- Update Time : ০৫:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / 77
তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাটডাউন ঘোষণা করেছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
বৃহস্পতিবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী একমত। তাই আজ সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে আমরা যমুনার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ আবাসিক হল নির্মাণসহ তিন দফা দাবি পূরণ না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ন্যায্য অধিকার চেয়ে আন্দোলন করায় গতকাল সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও ধরনের দুঃখপ্রকাশ করা হয়নি। আমাদের সন্তানরা গত দুই দিন ধরে খেয়ে না খেয়ে রাস্তায় অবস্থান করলেও সরকারের টনক নড়েনি। তাই তিন দফায় বিষয়ে কোনও ধরনের টালবাহানা আমরা মেনে নেবো না।
এর আগে, দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন মো. রইছ উদদীন।