তৃষ্ণার্ত শিক্ষার্থীদের পাশে শহীদ সোহরাওয়ার্দী কলেজের ঢাকা বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ

  • Update Time : ০৪:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 235

মেহেদি হাসান (ক্যাম্পাস প্রতিনিধি):

প্রচণ্ড গরমে যখন শিক্ষার্থীরা হাঁসফাঁস করছে, ঠিক তখনই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে ঢাকা বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ। তীব্র তাপপ্রবাহে ক্লান্ত ও তৃষ্ণার্ত শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানির শরবত বিতরণ করে সংগঠনটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই মহতী আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় ম্যাম এবং প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াছমিন ম্যাম। এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন পরিষদের সভাপতি আক্তার হোসাইন (আপন), সাধারণ সম্পাদক ফারদিন ইসলাম দেওয়ান ও পরিষদের নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উচ্ছ্বাস আর কৃতজ্ঞতায়। বাংলা বিভাগের শিক্ষার্থী নাহিদা সুলতানা বলেন, “গরমে ক্লাস শেষে শরবতের এক গ্লাস যেন প্রাণ ফিরে পাওয়ার মতো। সত্যিই প্রশংসার যোগ্য উদ্যোগ।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মেহেদী হাসান মন্তব্য করেন, “এই ধরণের মানবিক কাজ একজন শিক্ষার্থী হিসেবে আমাদেরও সামাজিক দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেয়।”
অন্যদিকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, “এটা শুধু শরবত বিতরণ নয়, বরং এক ধরণের ভালোবাসা ও সহানুভূতির প্রকাশ।”

এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি আক্তার হোসাইন (আপন) জানান, “আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের পাশে থাকার। গ্রীষ্মের এই তীব্র গরমে একটু প্রশান্তি দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য।” সাধারণ সম্পাদক ফারদিন ইসলাম দেওয়ান বলেন, “শুধু একদিন নয়, ভবিষ্যতেও আমরা ধারাবাহিকভাবে এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।”

এই কর্মসূচি প্রমাণ করে যে, ছাত্র রাজনীতি কিংবা সংগঠনের কাজ শুধু দাবি আদায়ে সীমাবদ্ধ নয়; বরং মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধও এর গুরুত্বপূর্ণ অংশ।
এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক চেতনার সঞ্চার করবে বলেই বিশ্বাস করে সবাই।

Tag :

Please Share This Post in Your Social Media


তৃষ্ণার্ত শিক্ষার্থীদের পাশে শহীদ সোহরাওয়ার্দী কলেজের ঢাকা বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ

Update Time : ০৪:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

মেহেদি হাসান (ক্যাম্পাস প্রতিনিধি):

প্রচণ্ড গরমে যখন শিক্ষার্থীরা হাঁসফাঁস করছে, ঠিক তখনই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে ঢাকা বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ। তীব্র তাপপ্রবাহে ক্লান্ত ও তৃষ্ণার্ত শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানির শরবত বিতরণ করে সংগঠনটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই মহতী আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় ম্যাম এবং প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াছমিন ম্যাম। এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন পরিষদের সভাপতি আক্তার হোসাইন (আপন), সাধারণ সম্পাদক ফারদিন ইসলাম দেওয়ান ও পরিষদের নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে উচ্ছ্বাস আর কৃতজ্ঞতায়। বাংলা বিভাগের শিক্ষার্থী নাহিদা সুলতানা বলেন, “গরমে ক্লাস শেষে শরবতের এক গ্লাস যেন প্রাণ ফিরে পাওয়ার মতো। সত্যিই প্রশংসার যোগ্য উদ্যোগ।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মেহেদী হাসান মন্তব্য করেন, “এই ধরণের মানবিক কাজ একজন শিক্ষার্থী হিসেবে আমাদেরও সামাজিক দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেয়।”
অন্যদিকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, “এটা শুধু শরবত বিতরণ নয়, বরং এক ধরণের ভালোবাসা ও সহানুভূতির প্রকাশ।”

এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি আক্তার হোসাইন (আপন) জানান, “আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের পাশে থাকার। গ্রীষ্মের এই তীব্র গরমে একটু প্রশান্তি দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য।” সাধারণ সম্পাদক ফারদিন ইসলাম দেওয়ান বলেন, “শুধু একদিন নয়, ভবিষ্যতেও আমরা ধারাবাহিকভাবে এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।”

এই কর্মসূচি প্রমাণ করে যে, ছাত্র রাজনীতি কিংবা সংগঠনের কাজ শুধু দাবি আদায়ে সীমাবদ্ধ নয়; বরং মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধও এর গুরুত্বপূর্ণ অংশ।
এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক চেতনার সঞ্চার করবে বলেই বিশ্বাস করে সবাই।