সোহরাওয়ার্দী কলেজে শিবিরের কোরআন বিতরণ ও ইফতার মাহফিল

- Update Time : ১০:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 215
মেহেদী হাসান (ক্যাম্পাস প্রতিনিধি):
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টা থেকে কলেজের শহীদ হাসান মেহেদী অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেল।
আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াহ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাবেক সভাপতি তাহসিন আহমেদ, এবং কলেজ শাখার সাবেক সভাপতি রাসেল মোল্লা।
কোরআন বিতরণ কর্মসূচির জন্য আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে পবিত্র কোরআন প্রদান করা হয়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন রুবেলের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
আয়োজকরা জানান, দ্বীনি দাওয়াত প্রচার এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য তারা নিয়মিত এমন কর্মসূচির আয়োজন করেন