ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ ও উপাচার্যকে স্মারকলিপি

  • Update Time : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 247

জাননাহ, বিশেষ প্রতিনিধি

শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল কর্মকান্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসী ও তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে ক্যাম্পাসে ‘মার্চ ফর জাস্টিস’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১:৩০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ কর্তৃক পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ কর্মসূচি পালিত হয়।

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র—শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য মহোদয়ের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।

স্মারকলিপি প্রদানের সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।

এসময় উপাচার্যের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

বক্তারা বলেন, মার্চ ফর জাস্টিস সম্পন্ন করে স্মারকলিপি প্রদানের জন্য গেলে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের পক্ষে তা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডঃ এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহ সম্পর্কে অবগত হয়ে এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন৷ তবুও পূর্বের সময়ের মতন ফ্যাসিবাদী সন্ত্রাসী ও তাদের দোসরদের বিচার কার্যক্রমে স্থবিরতা দেখা গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তার আন্দোলন অব্যাহত রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ ও উপাচার্যকে স্মারকলিপি

Update Time : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

জাননাহ, বিশেষ প্রতিনিধি

শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল কর্মকান্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসী ও তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে ক্যাম্পাসে ‘মার্চ ফর জাস্টিস’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১:৩০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ কর্তৃক পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এ কর্মসূচি পালিত হয়।

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র—শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য মহোদয়ের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।

স্মারকলিপি প্রদানের সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।

এসময় উপাচার্যের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

বক্তারা বলেন, মার্চ ফর জাস্টিস সম্পন্ন করে স্মারকলিপি প্রদানের জন্য গেলে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের পক্ষে তা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডঃ এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহ সম্পর্কে অবগত হয়ে এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন৷ তবুও পূর্বের সময়ের মতন ফ্যাসিবাদী সন্ত্রাসী ও তাদের দোসরদের বিচার কার্যক্রমে স্থবিরতা দেখা গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তার আন্দোলন অব্যাহত রাখবে।